পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ও আইওএম মিশনপ্রধানের

আগের সংবাদ

পাহাড়ে নিরাপত্তা প্রশ্নবিদ্ধ

পরের সংবাদ

শ্রীমঙ্গল : স্বাস্থ্যকেন্দ্রে স্বাভাবিক প্রসবসেবা জোরদারে সভা

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ৩, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) : শ্রীমঙ্গলে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসবসেবা জোরদার বিষয়ক এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা পরিষদ অডিটরিয়ামে এ সভায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক খন্দকার মাহবুর রহমান। এ সময় বিশেষ প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকির হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএমএ শ্রীমঙ্গল শাখার সভাপতি ডা. হরিপদ রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাত হোসেন চৌধুরী ও ডা. নিবাস পাল প্রমুখ।
বক্তারা বলেন, উপজেলায় ৬টি পরিবার কল্যাণ কেন্দ্র থাকলেও প্রসব হয় মাত্র একটিতে। তাও মাসে একটি বা দুটি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়