পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ও আইওএম মিশনপ্রধানের

আগের সংবাদ

পাহাড়ে নিরাপত্তা প্রশ্নবিদ্ধ

পরের সংবাদ

ঝড়ে ক্ষতিগ্রস্তরা পেল ঢেউটিন ও খাবার : শান্তিগঞ্জ

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ৩, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) থেকে : শান্তিগঞ্জে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। প্রাথমিকভাবে চাল বিতরণের পর এবার ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ করা হয়। বরাদ্ধকৃত মালামাল পেয়ে ভুক্তভোগীরা খুব খুশি।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রেজাউল করিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সিনিয়র সহসভাপতি সাদাত মান্নান অভি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাত হোসেন ভূঁইয়া প্রমুখ। গত রবিবার রাতে ৭ মিনিটের ঘূর্ণিঝড়ে ৫ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে যায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়