পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ও আইওএম মিশনপ্রধানের

আগের সংবাদ

পাহাড়ে নিরাপত্তা প্রশ্নবিদ্ধ

পরের সংবাদ

ঈদসামগ্রী পেলেন ৫শ দুস্থ পরিবার : ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ৩, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া : “ঈদ আনন্দ হউক সবার”-এ লক্ষ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন শ্রেণি পেশার ৫শ দুস্থ পরিবারের মধ্যে প্রায় ৬ লাখ টাকার ঈদসামগ্রী দেয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে মজিদ-নাহার ফাউন্ডেশনের উদ্যোগে এই ঈদসামগ্রী বিতরণ করা হয়। ঈদসামগ্রীর মধ্যে ছিল চাল ৫ কেজি, আটা ২ কেজি, তেল এক লিটার, পোলার চাল, মসুর ডাল, লবণ, চিনি, সেমাই, ট্যাংসহ ১০ ধরনের খাদ্যসামগ্রী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান। প্রেস ক্লাবের কার্যকরী সদস্য ফরহাদুল ইসলাম পারভেজের সঞ্চালনায় মজিদ-নাহার ফাউন্ডেশনের সহসভাপতি এইচ.এম জাকারিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন, প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. জসীম উদ্দিন প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়