গয়েশ্বর চন্দ্র রায় : ভারতের সবচেয়ে নিম্নমানের প্রোডাক্ট আওয়ামী লীগ

আগের সংবাদ

বহুমাত্রিক কৌশল আ.লীগের

পরের সংবাদ

বশেমুরকৃবি : ‘ডিজিটাল স্কিলস্ ফর স্টুডেন্টস’ প্রশিক্ষণ

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ১, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) এর পুরাতন অডিটরিয়ামে গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (সিএসআইটি) বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের আওতাধীন এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) কর্তৃক বাস্তবায়নাধীন ডিজিটাল সরকার ও অর্থনীতি শক্তিশালীকরণ (ইডিজিই) প্রকল্পের অধীনে ‘ডিজিটাল স্কিলস্ ফর স্টুডেন্টস’ শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
আধুনিক কর্মসংস্থান সৃষ্টি ও আইটি খাত থেকে রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্যে পরিচালিত ইডিজিই প্রকল্পের ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্টস প্রোগ্রামটি বশেমুরকৃবি শিক্ষার্থীদেরকে সম্পূর্ণ বিনামূল্যে তিনটি স্তর : ফাউন্ডেশন লেভেল, ইন্টারমিডিয়েট লেভেল ও এডভান্স লেভেলে প্রশিক্ষণ প্রদান করছে বিশ্ববিদ্যালয়ের সিএসআইটি বিভাগ। ১ম পর্যায়ে মাইক্রোসফট ওয়ার্ড অ্যান্ড এক্সেল, গ্রাফিক্স ডিজাইন ও ডিজিটাল মার্কেটিং এই তিনটি বিষয়ের উপর প্রশিক্ষণ শুরু হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ট্রেনিং কোর্ডিনেটর ও সিএসআইটি বিভাগের প্রধান ড. গনেশ চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া এবং বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতোকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ সরকার কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘ডিজিটাল স্কিলস্ ফর স্টুডেন্টস’ শিরোনামের প্রোগ্রামটির অধীনে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আগামী দুই বছরে আশি হাজার শিক্ষার্থী ও স্নাতকদের প্রশিক্ষণ দেবে। দেশের আইসিটি বিভাগের অধীনে বিসিসি বিশ্বব্যাংকের অর্থায়নে ইডিজিই প্রকল্প এবং ২৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বিজ্ঞপ্তি

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়