গয়েশ্বর চন্দ্র রায় : ভারতের সবচেয়ে নিম্নমানের প্রোডাক্ট আওয়ামী লীগ

আগের সংবাদ

বহুমাত্রিক কৌশল আ.লীগের

পরের সংবাদ

নোয়াখালীতে পুড়ল ৮ দোকান

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ১, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সদর উপজেলায় অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে গেছে। এতে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও এলাকাবাসী জানান, গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে মান্নান নগরের দক্ষিণ বাজারের হোরনের চা দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে মুহূর্তের মধ্যে বাজারের নুর আলম সওদাগর, আজাদ হোসেন ও মো. খলিলের মুদি দোকান, হোরন ও আজাদ হোসেনের চা দোকান, শাহজাহানের কাপড়ের দোকান ও গণেষের সেলুন পুড়ে যায়। এতে কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ী ও দোকান মালিকদের দাবি।
নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমেদ বলেন, খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই আগুনে ৭টি দোকান পুড়ে গেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়