এমসিসিএইচএসএলে দুর্নীতির অভিযোগ

আগের সংবাদ

শ্রমবাজারে দুষ্ট চক্রের থাবা

পরের সংবাদ

শামীমের ঝোড়ো ব্যাটিংয়ে রূপগঞ্জের জয় : ঢাকা প্রিমিয়ার লিগ

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২৯, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ঢাকা প্রিমিয়ার লিগে গতকাল পার্টেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৭ উইকেটের বিশাল জয় পেয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। প্রথমে ব্যাট করতে নেমে লিজেন্ডস অব রূপগঞ্জকে ১৯২ রানের লক্ষ্য দেয় পার্টেক্স স্পোর্টিং ক্লাব। লক্ষ্য তাড়ায় নেমে রূপগঞ্জ ৭ উইকেট হাতে রেখেই ম্যাচ নিজেদের করে নেয়। রূপগঞ্জের জয়ের নায়ক অধিনায়ক শামীম হোসেন পাটওয়ারি। ব্যাট হাতে তিনি সর্বোচ্চ ৮৬ রানের অপরাজিত ইনিংস খেলেন। রূপগঞ্জের হয়ে ব্যাট হাতে দ্বিতীয় সর্বোচ্চ ৮৩ রান করেন তৌফিক খান তুষার। দিনের অপর ম্যাচে সিটি ক্লাবের বিপক্ষে ৩৮ রানের ব্যাবধানে জয় পেয়েছে গাজী টায়ার্স ক্রিকেট ক্লাব। প্রথমে ব্যাট করতে নেমে সিটি ক্লাবকে ২১৫ রানের লক্ষ্য দেয় গাজী টায়ার্স । জবাবে ব্যাট করতে নেমে ১৭৬ রানেই গুটিয়ে যায় সিটি ক্লাব। গাজী টায়ার্সের জয়ের নায়ক অধিনায়ক তাহজিবুল ইসলাম। ব্যাট হাতে সর্বোচ্চ ৮৫ রানের ইনিংস হাঁকান তিনি। দিনের অপর ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ২৬ রানে জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। প্রথমে ব্যাট করতে নেমে শাইনপুকুরকে ২২৩ রানের লক্ষ্য দেয় ব্রাদার্স ইউনিয়ন। লক্ষ্য তাড়ায় নেমে ১৯৬ রানেই অল আউট হয়ে যায় শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ব্রাদার্স ইউনিয়নের জয়ের নায়ক আব্দুল মাজিদ। ব্যাট হাতে তিনি খেলেন সর্বোচ্চ ৯৫ রানের ইনিংস।
খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে গতকাল রূপগঞ্জের জয়ের নায়ক শামীম ২২ গজে চার-ছক্কার বৃষ্টি নামিয়েছিলেন। মাত্র ৪৩ বলে ৮৬ রান করেন শামীম। ২০০ স্ট্রাইক রেটের ইনিংসটি সাজানো ছিল ৬ চার ও ৮ ছক্কায়। এছাড়া ওপেনার তৌফিক খান তুষার ৬৬ বলে ৮ চার ও ৪ ছক্কায় ৮৩ রান করেন। ৮ চারের সঙ্গে ৪টি ছক্কা হাঁকান তৌফিক। লক্ষ্য নাগালে থাকায় ব্যাটাররা আক্রমণাত্মক খেলে সহজেই রূপগঞ্জকে জয় এনে দেন। বোলারদের অবদানও কম নয়। তারা উড়তে দেয়নি পারটেক্সকে। দলটির হয়ে সর্বোচ্চ ৮৮ রান করেন অধিনায়ক মিজানুর রহমান। ৯১ বলে ১২ চার ও ২ ছক্কায় মিজানুর ইনিংসটি সাজান। এছাড়া তানভীর হায়দারের ব্যাট থেকে আসে ৩৬ রান। বল হাতে রূপগঞ্জের সেরা স্পিনার শুভাগত হোম। ২৪ রানে ৩ উইকেট পেয়েছেন। এছাড়া পেসার শহীদুল ২৯ রানে ৩ উইকেট পেয়েছেন। ১টি করে উইকেট নেন আল-আমিন হোসেন ও আব্দুল হালিম। মাশরাফি ৯ ওভার হাত ঘুরালেও কোনো উইকেট পাননি। ৯ ওভারে ১ মেডেনে ৩০ রানে ছিলেন উইকেটশূন্য। ছয় ম্যাচে রূপগঞ্জের এটি পঞ্চম জয়। প্রতিযোগিতায় এক ম্যাচে তারা হেরেছে। পারটেক্সের ঠিক উল্টো। ছয় ম্যাচে তাদের পঞ্চম পরাজয়।
বিকেএসপির ৪ নম্বর মাঠে গতকাল ব্যাট হাতে সাদামাটাই ছিলেন গাজী টায়ার্স ক্রিকেটার্সের খেলোয়াড়রা। শুধ অধিনায়ক তাহজিবুল ইসলামের ৮৫ রানের ইনিংসই তাদের লড়াই করার মতো একটি স্কোর এনে দেয়। প্রথমে ব্যাট হাতে ৭১ বলে ৪৫ রান করে সাজঘরে ফিরেন। এটিই দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এছাড়া বাকিরা কেউ সে অর্থে উল্লেখযোগ্য রান করতে পারেননি। বিশের ঘর ফেরিয়েছেন মাত্র একজন শিমুল মিয়া (২৫)। তবে জবাবে ব্যাট করতে নেমে সিটি ক্লাব ছিল আরো সাদামাটা। সিটির হয়ে একমাত্র অর্ধশতক অধিনায়ক সাজ্জাদ রিপনের। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান করেছেন শাহরিয়ার কমল। সিটি ক্লাবের হয়ে ২০ ও ২১ রানে সাজঘরে ফেরেন যথাক্রমে মইনুল ইসলাম ও রাফসান আল মাহমুদ। বাকিরা কেউ দশের উপরেই উঠতে পারেননি।

বিকেএসপির ৩ নম্বর মাঠে গতকাল আব্দুল মাজিদের ৯৫ রানের দুর্দান্ত ইনিংসেই লড়াই করার মতো রান পেয়ে যায় ব্রাদার্স ইউনিয়ন। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রানের ইনিংস খেলেন মাহমুদুল হাসান। ৩২ রান করেন রাহাতুল ফেরদৌস। ২০ রান করেন রহমতুল্লা আলী। বাকিরা কেউ উল্লেখযোগ্য রান করতে পারেনি। সবাই ফিরেছেন ১০ রানের আগেই। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ওপেনিংয়ে নেমে ২৪ বলে ৪১ রানের দুর্দান্ত ইনিংস হাঁকান তানজিদ হাসান তামিম। এরপর মাঠে দাঁড়িয়ে থেকেও বেশি রান করতে পারেনি মেহরাব হোসাইন। ৭৭ বল খরচ করে তিনি নিয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান । জাওয়াদ রোয়েন ২৯, ইরফান সুক্কুর ২৩ ও রবিউল হক ১৮ রান করেন।
এ পর্যন্ত ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ সাতে রয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ব্রাদার্স ইউনিয়ন রয়েছে শীর্ষ আটে। ৬ ম্যাচে সমান ২ পয়েন্ট নিয়ে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি ও পার্টেক্স ক্রিকেটের অবস্থান যথাক্রমে ৯ ও ১০।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়