এমসিসিএইচএসএলে দুর্নীতির অভিযোগ

আগের সংবাদ

শ্রমবাজারে দুষ্ট চক্রের থাবা

পরের সংবাদ

ভাঙাচোরা রাস্তার ধুলোতে বায়ুদূষণ

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২৯, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি : মেঘনায় ভাঙাচোড়া রাস্তা মেরামত না করায় ধুলোয় বায়ুদূষণ হচ্ছে। আর এই বায়ুদূষণে নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। এছাড়া চৈত্র মাসের শুরু থেকেই তাপমাত্রার তারতম্য দেখা যাচ্ছে উপজেলায়। দিনে উচ্চ তাপমাত্রা ও রাতে নি¤œ তাপমাত্রার কারণে বাড়ছে বিভিন্ন রোগবালাই।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সরজমিনে ঘুরে দেখা যায়, রাস্তার মেরামতের কাজ না করায় উপজেলার বিভিন্ন সড়কের পিচ, সুরকি, ইট উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব ভাঙাচোড়া রাস্তার ধুলোয় বায়ুদূষণ হচ্ছে। আর এই বায়ুদূষণে নানা রোগে আক্রান্ত হয়ে উপজেলার হাজার হাজার মানুষ চিকিৎসা নিতে ভিড় জমাচ্ছে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে।
এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা রহমান ভোরের কাগজকে বলেন, বায়ুদূষণে আক্রান্ত হলে এর প্রভাব দীর্ঘমেয়াদি হয়। এ বায়ুদূষণ শরীরে প্রবেশের ফলে ফুসফুস, কিডনি, লিভার, হৃৎপিণ্ডসহ শরীরে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয়। বিশেষ করে যাদের শ্বাসকষ্ট আছে, তাদের দূষিত বায়ু গ্রহণের ফলে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এমনকি এ বায়ুদূষণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শরীরের অঙ্গ-পতঙ্গ বিকলাঙ্গও হয়ে যায়। পরে ধীরগতিতে মৃত্যুর দিকে ধাবিত হয়। তিনি আরও বলেন, করোনা ইদানীং বেড়ে যাচ্ছে। সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। অন্যথায় করোনা নামক রোগটি বৃদ্ধি পেতে পারে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়