এমসিসিএইচএসএলে দুর্নীতির অভিযোগ

আগের সংবাদ

শ্রমবাজারে দুষ্ট চক্রের থাবা

পরের সংবাদ

নাশকতা মামলায় জামায়াত নেতাসহ গ্রেপ্তার ৩

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২৯, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা জামায়াতের যুব ও সমাজকল্যাণ সম্পাদক নূর মোহাম্মাদ আবু তাহের (৩৮) ও তার দুইজন সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অন্য দুইজন হলেন- দুপচাঁচিয়া পৌর এলাকার জয়পুর উত্তর পাড়ার সবুজ খানের ছেলে রাহিম খান (২০) ও গুনাহার ইউনিয়নের পাঁচোষা গ্রামের আজিজার রহমানের ছেলে রমজান আলী (৩৭)। জানা যায়, সরকারের ভাবমূর্তি নষ্ট করার লক্ষ্যে জামায়াত নেতারা গত বুধবার মধ্যরাতে গুনাহার ইউনিয়নের সাহেব বাড়ি চত্বরে গোপন বৈঠক করছে- এমন খবর পেয়ে থানার ওসি ও অন্য অফিসাররা ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ককটেল বিস্ফোরণ করে পালাতে থাকে। এ সময় পুলিশ ধাওয়া করে দুইজনকে আটক করে। আটককৃতদের দেয়া তথ্য অনুযায়ী গুনাহার ইউপি চেয়ারম্যান জামায়াত নেতা নূর মোহাম্মাদ আবু তাহেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের গতকাল বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে। নূর মোহাম্মাদের বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে। ওসি সনাতন চন্দ্র সরকার ৩ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়