এমসিসিএইচএসএলে দুর্নীতির অভিযোগ

আগের সংবাদ

শ্রমবাজারে দুষ্ট চক্রের থাবা

পরের সংবাদ

জাহাজ ভাঙা কারখানায় দুর্বৃত্তের হামলা : মালামাল লুট, ৫ নিরাপত্তাকর্মী আহত

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২৯, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডে গভীর রাতে একটি জাহাজ ভাঙা কারখানায় হামলা ও মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার গভীর রাতে জনতা স্টিলে এই ঘটনা ঘটেছে। উপজেলার জোড়ামতল এলাকার সাগর উপকূলে অবস্থিত জনতা স্টিল নামের একটি জাহাজ ভাঙা কারখানায় হামলা চালিয়ে প্রায় ৩২ লাখ টাকার স্ক্র্যাপসামগ্রী লুট করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের হামলায় জনতা স্টিলের ইনচার্জসহ ৫ নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। জানা গেছে, ২০-৩০ জনের সংঘবদ্ধ একটি দুর্বৃত্তের দল গভীর রাতে একটি ইঞ্জিন চালিত নৌকাযোগে সাগর দিয়ে জনতা স্টিল নামে জাহাজ ভাঙা কারখানার ভিতরে প্রবেশ করে এবং হামলা চালায়। দায়িত্বরত ইনচার্জসহ নিরাপত্তাকর্মীদের জিম্মি করে ফেলে। এ সময় দুর্বৃত্তরা জাহাজের ক্যাবল তামা, পিতল ব্লæশ, গেট ভাল্ব, পাম্প ও এসএসসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এসব সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩২ লাখ টাকা। হামলায় আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারখানার মালিক মো. কামাল উদ্দিন ফোন কলে বলেন, আমি ব্যাবসায়িক কাজে ঢাকায় অবস্থান কারার সময় আমার জাহাজ ভাঙা কারখানায় এই ঘটনা ঘটেছে। আমার লোকজন থানায় অভিযোগ দিয়েছে, আইনগত ব্যবস্থা নেয়ার চেষ্টায় আছি। সীতাকুণ্ড মডেল থানার ওসি কামাল উদ্দিন জানান, বিষয়টি তদন্ত করছি এবং এ ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়