আমাদের অদম্য অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

আগের সংবাদ

বাজার তদারকি দৃশ্যমান নয়

পরের সংবাদ

সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২৮, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাত সর্দার সাহেব আলী এখনও অধরা রয়েছে। গতকাল বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। গতকাল বুধবার বিকালে এ বিষয়টি নিশ্চিত করেন অভিযানে নেতৃত্ব দেয়া সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক কামরুল হাছান।
গ্রেপ্তারকৃতরা হলেন সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনী এলাকার মৃত গিয়াস উদ্দিন গেসুর ছেলে রবিউল ইসলাম (৩২), বাগেরহাট কচুয়া থানার মধ্যপাড়া এলাকার মৃত বাচ্চু শেখের ছেলে মো. হাফিজ শেখ (২৩), সিদ্ধিরগঞ্জের  আটিওয়াপদা এলাকার মো. দেলোয়ারের ছেলে মো. মুছা (২২), একই এলাকার মৃত জব্বার মুন্সির ছেলে আজিজুল ইসলাম (২২) ও পটুয়াখালী কলাপাড়া থানার চারিপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে মো. আদনান ওরফে আদু (২৩)। এদের মধ্যে রবিউল ইসলাম পলাতক ডাকাত সর্দার সাহেব আলীর ছোট ভাই। এ সময় তাদের তাদের কাছ থেকে ২টি বড় ছোরা, ২টি বড় রামদা ও ১টি ছোট ছুরিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ জানায়, অভিযানের সময় তিন ডাকাত পালিয়ে গেছে।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সক্রিয় ডাকাত দলের সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার একটি টিম অভিযান চালিয়ে ডাকাত চক্রের সক্রিয় ৫ সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তবে তিন ডাকাত পালিয়ে যায়। পালিয়ে যাওয়া তিনজনকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি জানান। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক কামরুল হাছান বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়