আমাদের অদম্য অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

আগের সংবাদ

বাজার তদারকি দৃশ্যমান নয়

পরের সংবাদ

পাথরঘাটা : শুকরের কামড়ে নারীসহ ৪ জন জখম

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২৮, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নের গাববাড়িয়া এবং টেংরা গ্রামে বন্য শুকরের কামড়ে নারীসহ চারজন জখম হয়েছেন। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। চরদুয়ানী ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান জুয়েল বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনার পর তাৎক্ষণিকভাবে স্বজনরা রক্তাক্ত জখম অবস্থায় চার ব্যক্তিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।
জখম ব্যক্তিরা হলেন- তাফালবাড়িয়া গ্রামের জব্বার মীরের ছেলে বেলায়েত মীর (৫৫), বেলায়েত মীরের ছেলে ইব্রাহিম (৩৫), টেংরা গ্রামের হাসান আলী মীরের মেয়ে সখিনা (৪২) এবং পশ্চিম বড় টেংরা গ্রামের হানিফ মোল্লার ছেলে সাইকুল (৩০)। আহত ইব্রাহীমে মামাতো ভাই দুলাল জানান, ঘটনার সময় তারা বাড়ির কাছে মাঠে কাজ করছিলেন। বেলায়েত মীরের নাতি জসিম উদ্দিন বলেন, আমরা কিছুই বুঝতে পারিনি। শুধু দেখলাম বিশাল আকারের একটি শুকর কামড় দিয়ে পালিয়ে যাচ্ছে। পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাফিউল হাসান বলেন, আপাতত রোগী ঝুঁকিমুক্ত। তবে চিকিৎসা নিয়ে ক্ষত শুকাতে বেশ কিছুদিন সময় লেগে যাবে। চরদুয়ানী ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান জুয়েল বলেন, ঘটনার খবর পেয়েই আমি ঘটনাস্থলে ছুটে এসেছি। বিষয়টি নিয়ে আমরা বন বিভাগের সঙ্গে কথা বলব।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়