আমাদের অদম্য অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

আগের সংবাদ

বাজার তদারকি দৃশ্যমান নয়

পরের সংবাদ

পাটবীজ পেলেন বকশীগঞ্জের ১১শ কৃষক

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২৮, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : বকশীগঞ্জে ২০২৩-২০২৪ অর্থবছরে খরিপ-১ মৌসুমে পাট ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে পাটবীজ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বকশীগঞ্জ কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এসব পাটবীজ বিতরণ করা হয়েছে। উপজেলা সম্মেলন কক্ষে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নূর মোহাম্মদ। উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাতের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুম্মান, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক, বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল আহাদ খান, উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম রিয়েল প্রমুখ। কৃষি অফিস সূত্রে জানা গেছে, বকশীগঞ্জে ১ কেজি করে পাটবীজ ১১০০ প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়