আমাদের অদম্য অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

আগের সংবাদ

বাজার তদারকি দৃশ্যমান নয়

পরের সংবাদ

গাজীপুরে স্মার্ট পুলিশিং সেবা উদ্বোধন

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২৮, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

টঙ্গী প্রতিনিধি : গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) স্মার্ট পুলিশিং সার্ভিস উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার জিএমপি কমিশনার মাহবুব আলম এই পুলিশিং সেবা উদ্বোধন করেন। এ সময় জিএমপি কমিশনার বলেন, এখন থেকে সেবাগ্রহীতারা থানায় এসে টোকেন সংগ্রহ করবেন। এরপর সেবাপ্রার্থীরা মুখে বলবেন আর পুলিশ লিখবে। টোকেন নেয়ার পর যাবতীয় প্রক্রিয়া অ্যাপসের মাধ্যমে সাধারণ জনগনের সেবা নিশ্চিতের বিষয়টি দেখবেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকতারা। ফলে যে কোনো নাগরিক থানায় এসে এখন থেকে আর হয়রানির শিকার হবেন না। এসময় উপস্থিত ছিলেন জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার আবু তোরাব মো. শামসুর রহমান, উপপুলিশ কমিশনার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, উপপুলিশ কমিশনার মো. আরিফুল ইসলাম প্রমুখ।
এছাড়া টঙ্গী প্রেস ক্লাবের সভাপতি এম এ হায়দার সরকার ও সাধারণ সম্পাদক আলিমুল্লাহ ইকবালসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়