ঢাবি ছাত্র রহিম হত্যা মামলা : চব্বিশ বছর পর সাত জনের যাবজ্জীবন

আগের সংবাদ

ঈদযাত্রায় এবার স্বস্তির আশা

পরের সংবাদ

নদীতে কাঁকড়া ধরতে গিয়ে শিশুর মৃত্যু : দেবহাটা

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২৬, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটায় বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ইছামতি নদীর সংযোগস্থলে কাঁকড়া ধরতে গিয়ে নূরনবী (১৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চরশ্রীপুর গ্রামের ইটভাটা শ্রমিক শরিফুল ইসলামের ছেলে। গত রবিবার দুপুর দেড়টার দিকে চরশ্রীপুরে ইছামতি নদী ও এর শাখা গোপাখালী খালের সংযোগস্থলে এ ঘটনা ঘটে।
নিহদ শিশুর স্বজনরা জানান, শিশু নূরনবী গত রবিবার দুপুরে সে ও তার আরেক বন্ধু ইছামতি নদী ও গোপাখালী খালের সংযোগ ব্রিজের নিচে কাঁকড়া ধরতে গিয়েছিল। ব্রিজের নিচে থাকা একটি লোহার রডে ঝুলে কাঁকড়া ধরার চেষ্টা করছিল সে। একপর্যায়ে ব্রিজের নিচের পলেস্তারার বড় একটি অংশ ভেঙে মাথায় পড়লে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে পানিতে তলিয়ে যায় নূরনবী।
পরে তার সঙ্গে থাকা অন্য শিশুটির চিৎকারে স্থানীয়রা ছুটে এসে দীর্ঘক্ষণ প্রচেষ্টা চালিয়ে তলদেশ থেকে নূরনবীকে তুলে আনে। তাৎক্ষণিকভাবে স্থানীয় চিকিৎসকের কাছে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।
দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়