ভারতের পেঁয়াজ রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

আগের সংবাদ

অপ্রতিরোধ্য বাংলাদেশ

পরের সংবাদ

বাণিজ্য প্রতিমন্ত্রী : রাশিয়া থেকে পেঁয়াজ আমদানির পরিকল্পনা

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২৫, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : রাশিয়াসহ বেশ কয়েকটি দেশ থেকে পেঁয়াজ এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি করার পরিকল্পনা করছে সরকার। এর ফলে আগামীতে পণ্যের বাজার নিয়ন্ত্রণে থাকবে বলে আশা করছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
রাজধানীর তেজগাঁওয়ে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরামের সেমিনার শেষে গতকাল রবিবার সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী বলেন, ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের নতুন ঘোষণায় দেশের বাজারে কোনো প্রভাব পড়বে না। ইতোমধ্যে ভারত থেকে ৫০ হাজার টন পেঁয়াজ আমদানি করা হয়েছে, যা দুই দিনের মধ্যে দেশের বাজারে চলে আসবে। এছাড়া পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে রাশিয়াসহ অন্যান্য বিকল্প বাজারের বিষয় বিবেচনা করা হচ্ছে। এতে দেশের বাজারে পণ্যের কোনো সংকট থাকবে না বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি আরো বলেন, পচনশীল পণ্যের সংরক্ষণ বাড়াতে কোল্ড স্টোরেজ বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়