ভারতের পেঁয়াজ রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

আগের সংবাদ

অপ্রতিরোধ্য বাংলাদেশ

পরের সংবাদ

কালবৈশাখী ঝড় : কুলাউড়ায় বিদ্যুতের ছেঁড়া তারের স্পর্শে কৃষকের মৃত্যু

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২৫, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়ে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে লিয়াকত আলী (৭৫) নামে এক কৃষক মারা গেছেন। গতকাল রবিবার সকালে উপজেলার ভূকশিমইল ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই ইউনিয়নের গৌড়করণ গ্রামের বাসিন্দা ছিলেন।
জানা গেছে, গত শনিবার রাত সাড়ে ৮টায় কুলাউড়া উপজেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। এ সময় বাতাসের গতিবেগ ছিল প্রায় ১০০ কিলোমিটার। হঠাৎ করে উত্তরপূর্ব দিক থেকে শুরু হয় এই ঝড়। সঙ্গে ছিল দমকা ও ঝড়ো হাওয়া। প্রায় আধা ঘণ্টাব্যাপী ঝড়ে উঠতি বোরো ফসলেরও ক্ষয়ক্ষতি হয়েছে।
ভূকশিমইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিজুর রহমান জানান, গতকাল রবিবার সকালে গৌড়করণ গ্রামের লিয়াকত আলী (৭৫) হাকালুকি হাওর এলাকায় গৃহপালিত পশুর জন্য ঘাস সংগ্রহ করতে যান। এ সময় ঝড়ে জমিতে ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে তার মৃত্যু হয়।
কুলাউড়া থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়