গাজীপুরে দেড় কেজি হেরোইনসহ গ্রেপ্তার ২

আগের সংবাদ

রাজধানীজুড়ে মশার রাজত্ব

পরের সংবাদ

ক্লাব পরিচিতি : জিরোনা

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১৯, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

স্পেন লা লিগায় মৌসুমের অন্যতম দুর্দান্ত ক্লাব জিরোনা। লিগে ২৫ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুয়ে অবস্থান করছে ক্লাবটি। জিরোনা ফুটবল ক্লাব হলো স্পেনের কাতালোনিয়ার শহর জিরোনা ভিত্তিক একটি পেশাদার ফুটবল ক্লাব। ১৯৩০ সালের ২৩ জুলাই এটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার প্রায় ৮৭ বছর পর, ২০১৭-১৮ মৌসুমে জিরোনা প্রথমবারের মতো স্পেনের পেশাদার ফুটবলের শীর্ষ স্তর লা লিগায় অংশগ্রহণ করার সুযোগ পায়। ২০১৭ সালের সালের ১৯ আগস্ট তারিখে, লা লিগায় ক্লাব ইতিহাসে নিজেদের প্রথম ম্যাচে পাবলো মাচিনের অধীনে জিরোনা আতলেতিকো মাদ্রিদের কাছে ২-২ গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল। ২০১৭-১৮ লা লিগায় জিরোনা ১৪টি জয় এবং ৯টি ড্রয়ে সর্বমোট ৫১ পয়েন্ট অর্জন করে পয়েন্ট তালিকায় ১০ম স্থান অর্জন করেছিল, যেখানে ক্রিস্তিয়ান স্তুয়ানি ২১টি গোল করে লিগে জিরোনার হয়ে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। বর্তমানেও দারুণ ফর্মে রয়েছে ক্লাবটি টেবিলের শীর্ষ ক্লাব রিয়াল মাদ্রিদের ঘাড়ে নিশ্বাস ফেলছে তারা। জিরোনার মালিকানায় রয়েছে বলিভিয়ার ব্যবসায়ী মার্কেলো ক্লারো, জিরোনা ফুটবল গ্রুপ এবং সিটি ফুটবল গ্রুপ। জিরোনার বর্তমান ম্যানেজার ও প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন স্পেনের সাবেক মিডফিল্ডার মিশেল। ক্লাবটির বর্তমান স্কোয়াডে গোলরক্ষক হিসেবে রয়েছে আর্জেন্টিনার পাওলো গাজানিগা, স্পেনের জুয়ান কার্লোস জুয়ান কার্লোস এবং টনি ফুইডিয়াস, মিডফিল্ডার হিসেবে রয়েছেন অ্যালেক্স গার্সিয়া, ইয়াঙ্গেল হারেরা, জন সলিস, পাবলো টরি, ইভান মার্টিন বোর্জা গার্সিয়ার মতো খেলোয়াড়রা। ফরোয়ার্ড হিসেবে রয়েছে ক্রিস্টিয়ান স্টুয়ানি ও আর্দেম ডোভিক।

:: কাগজ ডেস্ক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়