নিহতের স্বজনদের আহাজারিতে গুমোট হয়ে ওঠে ঢামেক প্রাঙ্গণ : বেইলি রোড ট্র্যাজেডি

আগের সংবাদ

দায়ীরা পার পেয়ে যায় যেভাবে

পরের সংবাদ

৭২ বছর বয়সে ইসার প্রথম সমুদ্র দেখা

প্রকাশিত: মার্চ ৩, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ৩, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

আর্জেন্টিনার মিরামার শহরের সৈকতে পরিবারের সদস্যদের সাথে এক বৃদ্ধার প্রথম সমুদ্র দেখার ঘটনা ভাইরাল হয়েছে। নাম ইসা, বয়স ৭২ বছর।
সৈকতের বালিয়াড়িতে দাঁড়ানোবস্থায় তার চোখ কাপড়ে বাঁধা। কথা বলতে বলতে পেছন থেকে এক তরুণকে আলতো করে সেই কাপড় খুলে দেন। বৃদ্ধা ইসা চোখের পাতা তুলেই দেখতে পেলেন সামনে অবারিত সমুদ্র। দুহাতে মুখ চেপে প্রকাশ করলেন বিস্ময়। ৮ ফেব্রুয়ারি আটলান্টিকের পাড়ে ঘটে যাওয়া সেই সুন্দর দৃশ্য পোস্ট করা হয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে। দুই দিনের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। সংবাদমাধ্যমের কল্যাণে ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী। অনেকের কাছে সমুদ্রদর্শন স্বাভাবিক বিষয় হলেও ইসার মতো এমন মানুষও পৃথিবীতে আছেন, একটিবার সমুদ্র দেখার আশায় যারা পুরোটা জীবনই কাটিয়ে দেন। ইসার পরিবারের সদস্য গিজেলা গ্রাসি সংবাদমাধ্যমকে জানান, তাদের সাত ভাইবোনকে বড় করেছেন তার বাবা ও ইসা। ইসাকে তারা মায়ের মতোই দেখেন। গ্রাসিরা ছাড়া ইসার নিজেরও তিন সন্তান আছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়