ভারত-বাংলাদেশ সম্পর্কের শেকড় অনেক গভীরে : কলকাতায় নৌপরিবহন প্রতিমন্ত্রী

আগের সংবাদ

সমন্বয় নেই ভবন তদারকিতে : আইনের ফাঁক গলে হচ্ছে ঝুঁকিপূর্ণ ভবন > রাজউকের নকশা মেনেই সেবা সংযোগ দেয়ার পরামর্শ

পরের সংবাদ

‘নিজেকে গড়তে অবশ্যই বই পড়া প্রয়োজন’

প্রকাশিত: মার্চ ২, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

শেষ হচ্ছে বাঙালির প্রাণের বইমেলা। নতুন বইয়ের ঘ্রাণে যেন মনের মধ্যে অন্যরকম এক ভালো লাগা কাজ করে। অভিনেত্রী আজমেরী হক বাঁধন জানালেন বইকে ঘিরে তার আবেগ-অনুভূতির কথা-

বই পড়া
সময় পেলেই বই পড়ি। উপন্যাস কিংবা কবিতা পড়তে ভালোবাসি। আমার মনে হয় একজন মানুষ নিজেকে গড়তে তার অবশ্যই বই পড়া প্রয়োজন। বই মানুষকে মানবিক গুণাবলি অর্জনে সাহায্য করে। সম্প্রতি আমি আবারো হুমায়ুন আজাদের ‘নারী’ বইটি পড়েছি। পড়ার পর থেকে এই বই দ্বারা আমি বেশ আন্দোলিত। আমার মনে হয় আমাদের দেশের সব নারীরই এই বইটা পড়া খুব জরুরি।

প্রথম বইয়ের স্মৃতি
খুব বেশি মনে নেই! তবে মনে হয় আমি তখন ক্লাস থ্রি কিংবা ফোরে পড়ি, মণিপুর স্কুলে। এক আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছিলাম। বেড়াতে গিয়ে তাদের বাসায় আবিষ্কার করি আমাদের প্রিয় রকিব হাসানকে; মানে সেবা প্রকাশনীর ‘তিন গোয়েন্দা’ বই। সেই থেকে ধীরে ধীরে আমার ভেতর বই পড়ার আগ্রহ তৈরি হয়। একসময় ‘তিন গোয়েন্দা’ সিরিজ আমাকে খুব পেয়ে বসেছিল। সময়-অসময় শুধু ‘তিন গোয়েন্দা’ পড়তাম।

কবিতা পড়া
গল্প-উপন্যাস পড়লেও কবিতা তেমন পড়া হয় না; তবে ইদানীং কবিতাও পড়ছি। মাঝেমধ্যে ইউটিউবে আবৃত্তি করা বিভিন্ন কবির কবিতা শুনি। আমার এক বান্ধবীর মাধ্যমে কবিতা পড়তে শুরু করেছিলাম। রবীন্দ্রনাথ পড়েছি। তার কবিতা, ছোটগল্প, উপন্যাস সবকিছুই অসাধারণ। এমনকি তার লেখা গানগুলোও খুব পছন্দ করি। এ ছাড়া সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘ভালোবাসি ভালোবাসি’ নামক কবিতাটা আমার প্রিয় কবিতাগুলোর মধ্যে অন্যতম।

হুমায়ূন আহমেদের ‘রূপা’
ক্লাস নাইন কিংবা টেনে ওঠার পর থেকে হুমায়ূন আহমেদ পড়া শুরু করেছি। তার উপন্যাসগুলো আমাকে খুব টানে। ‘বহুব্রীহি’ উপন্যাস পড়ার পর তার লেখার প্রেমে পড়ি। এবং তার অন্যান্য উপন্যাসগুলোও এক-এক করে পড়তে শুরু করি। বিশেষ করে হিমু সিরিজের ‘রূপা’র চরিত্রে যেন নিজেকেই খুঁজে পাই। তা ছাড়া ছোটবেলায় জাফর ইকবালের সায়েন্স ফিকশনও পড়েছি। ভালো লাগে।

:: মেলা প্রতিবেদক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়