ওয়ারীতে আগুন : ৯৯৯-এ কল পেয়ে উদ্ধার ৮০ জন

আগের সংবাদ

নির্বাচন পরবর্তী বোঝাপড়া

পরের সংবাদ

‘প্রিয় লেখক হুমায়ূন আহমেদ’

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই ঢাকায় চলছে বইমেলা। মেলাকে ঘিরে তারকাদেরও আগ্রহের কমতি থাকে না। কাজের ফাঁকে তারাও সময় বের করে হাজির হন বইমেলা প্রাঙ্গণে। কেনেন পছন্দমতো বই। ঢালিউড অভিনেতা মামনুন ইমন জানালেন বইমেলা ও বই পড়া নিয়ে তার আগ্রহের কথা। শুনলেন সোহানুর সোহাগ

বইমেলা নিয়ে পরিকল্পনা?
বইমেলা আমাদের বাঙালিদের অনেক আবেগের জায়গা। আমাদের সংস্কৃতির বড় একটা অংশজুড়ে রয়েছে বইমেলা। ছোটবেলায় অনেক যাওয়া হতো বইমেলায়। বন্ধুদের সঙ্গে আড্ডা দিতাম, অনেক বই কিনতাম। সময় পেলেই বইমেলায় যাওয়ার চেষ্টা করি সবসময়। এ বছর ‘অপারেশন জ্যাকপট’ চলচ্চিত্রের শুটিংয়ের জন্য ঢাকার বাইরে থাকায় এখনো যাওয়া হয়নি, তবে সুযোগ পেলে অবশ্যই যাব এবং আমার প্রিয় লেখকের বই কিনব।

বইমেলা নিয়ে প্রত্যাশা?
বইমেলা নিয়ে প্রত্যাশা সবসময় ভালো। এটা আমাদের সংস্কৃতির অংশ। চাইব যেন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় সব কিছু।

যে ধরনের বই বেশি পছন্দ?
সব ধরনের বই পড়া হয়েছে। তবে সবসময় আমার গল্পের বই বেশি পছন্দ। সঙ্গে থ্রিলার বইও পছন্দ করি।

প্রিয় লেখক?
আমার প্রিয় লেখক হুমায়ূন আহমেদ।
প্রিয় বই?
সব ধরনের গল্পের বই পড়তেই পছন্দ করি আগে থেকেই। ছোটবেলা থেকেই কিশোর থ্রিলার পড়তাম। আমি সবসময় হুমায়ূন আহমেদ ও সত্যজিৎ রায়ের গল্প পড়তাম।

প্রথম বইমেলার স্মৃতি?
প্রথম বইমেলায় গিয়েছিলাম বন্ধুদের সঙ্গে। সেদিন মেলায় শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম, বিভিন্ন স্টলে ঘুরেছি। খাওয়া-দাওয়া করেছি। বই পড়েছি, পছন্দের বই কিনেছি।

প্রথম কেনার স্মৃতি?
প্রথম বই কিনেছিলাম হুমায়ুন আহমেদের উপন্যাসের বই। বইমেলা থেকে প্রথমবার বই কেনা। বিষয়টি অনেক আনন্দের ছিল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়