দুই মামলায় আলতাফ ও আলালের জামিন

আগের সংবাদ

বিদ্যুতের দাম বাড়ানোর চিন্তা

পরের সংবাদ

যেভাবে এলো সাফ নারী চ্যাম্পিয়নশিপ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

এবারের সাফ নারী চ্যাম্পিয়নশিপে নানা নাটকীয়তার সাক্ষী হয় বাংলাদেশ। শেষে ভারতের সঙ্গে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় বাংলাদেশকে। দক্ষিণ এশিয়ার ফুটবলের শীর্ষ নিয়ন্ত্রক সংস্থা সাফ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট সাফ চ্যাম্পিয়নশিপ। ১৯৯৩ সালে পুরুষদের টুর্নামেন্ট শুরু হওয়ার পর এটির নারী সংস্করণ শুরু হয় ২০১০ সালে। দক্ষিণ এশিয়া ফুটবল ফেডারেশনের সব দেশই এতে অংশগ্রহণ করে। নারী চ্যাম্পিয়নশিপের প্রথম আয়োজক ছিল বাংলাদেশ আর চ্যাম্পিয়ন ছিল ভারত। যাত্রা থেকে এখন পর্যন্ত দুবছর অন্তর অন্তর অনুষ্ঠিত ফুটবলের এই আসরে সর্বোচ্চ ৫ বারের চ্যাম্পিয়ন ভারত। বাংলাদেশ ২০১৬ সালে রানার্সআপ এবং ২০২৩ সালে চ্যাম্পিয়ন হয়েছিল। তবে নারী চ্যাম্পিয়নশিপের নতুন বয়সভিত্তিক টুর্নামেন্ট যাত্রা করে ২০১৮ সালে। যখন আয়োজিত হয় অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপ যে আসরের আয়োজক ছিল ভুটান। টুর্নামেন্টে ৬টি দেশ অংশগ্রহণ করে এবং শিরোপা জিতে বাংলাদেশ। পরবর্তী আসর আয়োজিত হয় ২০২১ সালে। যেখানে আয়োজক ছিল বাংলাদেশ। টুর্নামেন্টে দক্ষিণ এশিয়ার ৫টি দেশ অংশ নেয়। টুর্নামেন্টে সে আসরেও শিরোপা এসেছে বাংলার মেয়েদের হাতে। বয়সভিত্তিক টুর্নামেন্টের এবারের আসরই একমাত্র ব্যতিক্রম। টুর্নামেন্টের ইতিহাসে এবারই প্রথম যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। এবারের আসরে দুর্দান্ত পারফর্ম করে বাংলাদেশের মেয়েরা। প্রতিটি ম্যাচে জয়ের ধারা অব্যাহত রেখেছে তারা। সর্বশেষ সাবিনা-পূজাদের দুর্দান্ত আক্রমণে সমতায় মূল খেলা শেষ হওয়ায় টাইব্রেকার শুট-আউট অনুষ্ঠিত হয়।
– কাগজ ডেস্ক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়