দুই মামলায় আলতাফ ও আলালের জামিন

আগের সংবাদ

বিদ্যুতের দাম বাড়ানোর চিন্তা

পরের সংবাদ

টিটুর হাত ধরে সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচ সাইফুল বারী টিটু। সদ্য সমাপ্ত অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপ জেতা দলেরও প্রধান কোচের দায়িত্ব পালন করেন তিনি। বিতর্কিত সিদ্ধান্তে ভারতকে চ্যাম্পিয়ন ঘোষণা করলেও নানা নাটকীয়তা শেষে দু’দলকেই যৌথভাবে বিজয়ী ঘোষণা করা হয়। ভারতীয় কোচ শুক্লা দত্ত এ সিদ্ধান্তে অসন্তুষ্ট হলেও সাইফুল বারী টিটু জানিয়েছেন, সিদ্ধান্ত ন্যায্য হয়েছে। ২০২৩ সালে গোলাম রব্বানীর পদত্যাগের পর সাইফুল বারী টিটুকে মেয়েদের দায়িত্ব দেয় বাফুফে। এর আগে শুধু পুরুষ দলকে কোচিং করানো টিটু আগের কোচ গোলাম রব্বানীর সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন। গত বছরের ডিসেম্বরে সিঙ্গাপুরকে হারিয়েছিল ৮-০ গোলে। এবার অনূর্ধ্ব-১৯ সাফ
চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ ছিল তার সামনে। সেই চ্যালেঞ্জে ভালোভাবেই উতরে গেছেন তিনি।
নেপালকে হারিয়ে প্রত্যাশিত জয় পেয়ে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ দল। এরপরে ভারতকে হারিয়ে ফাইনালে পৌঁছে যান মেয়েরা। ফাইনালেও বাংলাদেশের বাঘিনিরা মুখোমুখি হয় ভারতের। এরপরের রোমাঞ্চ ও মহানাটকীয়তার গল্পতো সবার জানা। নারী দলের সাফল্যে বেশ আনন্দিত সাইফুল বারী টিটু। চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে পারাকেই বড় ব্যাপার বলে মনে করছেন তিনি। তবে ভারতকে ফাইনালে দ্বিতীবার হারিয়ে এককভাবে শিরোপা জিততে পারলে বেশি ভালো লাগত বলেও জানান তিনি। টুর্নামেন্ট চলাকালে নারী দলের বেঞ্চও শক্তিশালী বলে মন্তব্য করেছিলেন সাইফুল বারী টিটু। ৯ জনকে বিশ্রাম দিয়ে বেঞ্চের দল নিয়ে ভুটানকে ৪-০ গোলে হারিয়ে ছিল বাংলাদেশের নারীরা।
বাংলাদেশের ফুটবলে বেশ অভিজ্ঞ নাম সাইফুল বারী টিটু। ২০ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হলেও খেলোয়াড়ি জীবন খুব একটা আকর্ষণীয় নয় তার। জাতীয় দলের হয়ে খেলেছিলেন মাত্র ১টি ম্যাচ। খেলোয়াড়ি জীবনের
ইতি টানার পর ২০০৫ সালে টিটু বাংলাদেশি ফুটবল ক্লাব ঢাকা মোহামেডানের ম্যানেজারের দায়িত্ব পালন করার মাধ্যমে ম্যানেজার হিসেবে ফুটবল জগতে অভিষেক করেন। ঢাকা মোহামেডানের হয়ে ৪ মৌসুম ম্যানেজারের দায়িত্ব পালন করার পর তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ম্যানেজার হিসেবে যোগদান করেন। সে পদে তিনি ৩টি ম্যাচে ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন।
– আবু রুহাব তাহবিব

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়