পাঠ্যবই থেকে বিতর্কিত দুই লাইন প্রত্যাহারের আহ্বান চুন্নুর

আগের সংবাদ

চাঁদাবাজির লাইসেন্স ‘ইজারা’

পরের সংবাদ

দাবার বিস্ময় বালক প্রজ্ঞানন্দ

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

কালে কালে ভারতের বুকে জন্মেছে বেশ ক’জন অসাধারণ প্রতিভাধর দাবাড়–। তবে বিশ্বনাথন আনন্দ, পেনতালা হরিকৃষ্ণ, কোনেরু হাম্পির ভারতে বর্তমান দাবা সেনসেশন ১৮ বছরের রমেশবাবু প্রজ্ঞানন্দ। বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে দাবা বিশ্বকাপের ফাইনাল খেলা বিস্ময় বালক প্রজ্ঞানন্দ। ২০১৬ সালে মাত্র ১০ বছর বয়সে ইতিহাসের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার হওয়া এক বালক। ১৬ বছর বয়সেই তৎকালীন বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে পরাজিত করে সাড়া ফেলে দেন প্রজ্ঞানন্দ। সেই বালককে বিস্ময়কর বৈকি বলা যায়! প্রজ্ঞানন্দের জন্ম ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাইতে। বাবা রমেশ বাবু স্টেট করপোরেশন ব্যাংকে কর্মরত। গৃহিণী মাকে সত্যিকারের রতœগর্ভা বলা যায়। কারণ তার বড় সন্তান রমেশবাবু বৈশালী দাবায় একজন আন্তর্জাতিক মাস্টার ও নারী গ্র্যান্ডমাস্টার। বড় বোনের দাবা খেলা দেখে তাতে মজে গিয়েছিলেন প্রজ্ঞা। ছোটবেলাতেই বৈশালীকে স্থানীয় দাবার একাডেমিতে ভর্তি করিয়ে দেন তার বাবা। বড় বোনের দেখাদেখি প্রজ্ঞানন্দও দাবায় মজে যান। ৬৪ খোপের খেলা হয়ে ওঠে তার নেশা। ছেলেকেও পরে দাবার একাডেমিতে ভর্তি করেন রমেশবাবু। ২০১৩ সালে বিশ্ব যুব দাবা চ্যাম্পিয়নশিপ অনূর্ধ্ব-৮ আসরে শিরোপা জয়ের মধ্য দিয়ে প্রজ্ঞানন্দ শুরু করেন ক্যারিয়ার, পেয়ে যান ফিদে মাস্টার খেতাব। পরে ২০১৫ সালে অনূর্ধ্ব-১০ আসরের শিরোপাও জিতেছিলেন। ২০১৭ সালের নভেম্বরে বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপে প্রজ্ঞানন্দ প্রথম গ্র্যান্ডমাস্টার নর্ম অর্জন করেন। পরের বছর এপ্রিলে গ্রিসে হেরাক্লিয়ন ফিশার মেমোরিয়াল জিএম নর্ম টুর্নামেন্টে পেয়ে যান দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার নর্ম। ইতালিতে ২০১৮ সালে জুনে তৃতীয় ও চতুর্থ নর্ম অর্জন করেন। মাত্র ১২ বছর ১০ মাস ১৩ দিন বয়সে হয়ে যান আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার। অভিমন্যু মিশ্র, সের্গেই কার্জাকিন, গুকেশ ডি, জাভোখির সিন্দারভের পরে গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জনকারী পঞ্চম কনিষ্ঠ দাবাড়– প্রজ্ঞানন্দ। আনন্দ এবং হরিকৃষ্ণের পর তৃতীয় ভারতীয় দাবাড়– হিসেবে ২০২০ সালে অনলাইন এয়ারথিংস মাস্টার্স র?্যাপিড টুর্নামেন্টে বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনের বিপক্ষে জয় পান। চেসেবল মাস্টার্স অনলাইন র?্যাপিড দাবা টুর্নামেন্টে ২০২২ সালে তিনি নরওয়ের গ্র্যান্ডমাস্টার ম্যাগনাস কার্লসেনকে আবার পরাজিত করেন। একের পর এক আসরে অংশ নিয়ে সাফল্যের মুকুটে একের পর এক পালক যুক্ত করতে থাকেন প্রজ্ঞানন্দ। এরপর ইতিহাস গড়ে ভারতের সর্বকনিষ্ঠ দাবাড়– হিসেবে হন বিশ্বকাপের ফাইনালিস্ট। সেমিতে বিশ্বের তিন নম্বর দাবাড়– ফ্যাবিয়ানো ক্যারুয়ানাকে টাইব্রেকারে হারান দাবার বিস্ময় প্রতিভার অধিকারী তরুণ।

:: সোহানুর রহমান

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়