আদালতে হাজির হতে হবে নুসরাতকে

আগের সংবাদ

কঠোর হচ্ছে বাজার তদারকি

পরের সংবাদ

কামরাঙ্গীরচরে রাস্তায় ল্যাম্পপোস্ট চাই

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৮, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

উন্নত বিশ্বের সঙ্গে তাল মেলাতে বাংলাদেশও নেমেছে উন্নত হওয়ার প্রতিযোগিতায়। উন্নত হচ্ছে দেশের অভ্যন্তরীণ ও বাহ্যিক অবকাঠামো। সম্প্রতি কর্ণফুলীর বুক চিরে নির্মিত দক্ষিণ এশিয়ার প্রথম ও দীর্ঘতম তলদেশি টানেল, বঙ্গবন্ধু টানেল, শক্তিশালী পদ্মার ওপর সম্পূর্ণ নিজস্ব অর্থায়নের নির্মিত পদ্মা সেতু যেন ভবিষ্যতের আধুনিক বাংলাদেশেরই একটি স্থিরচিত্র। আধুনিকতার ছোঁয়া লেগেছে দেশের সবখানে। এক্ষেত্রে পিছিয়ে নেই কামরাঙ্গীরচরও। কামরাঙ্গীরচরে রয়েছে উন্নত যোগাযোগব্যবস্থা, বুড়িগঙ্গার অপরূপ সৌন্দর্য যেটিকে আরো সার্থক করেছে, দৃশ্যমান নির্মিত ওয়াকওয়ে, শিক্ষার হারের বৃদ্ধি, বিশাল অট্টালিকার নির্মাণ, প্রশস্ত সড়ক ব্যবস্থাসহ ইত্যাদি। প্রশস্ত সড়কের একটি অংশ হচ্ছে আলোকসজ্জা তথা ল্যাম্পপোস্ট, যা সন্ধ্যা থেকে ভোরের পূর্ব মুহূর্ত পর্যন্ত জ্বলতে থাকে। মূল সড়কগুলোতে আলোকসজ্জা থাকলেও এদের সংযুক্তকারী সংকীর্ণ পথগুলো পড়ে থাকে অন্ধকারে। রাতে পরিচ্ছন্নতাকর্মী ওইসব অন্ধকারাচ্ছন্ন সংকীর্ণ পথে প্রবেশ করতে দ্বিধাবোধ করে। ফলস্বরূপ, পথগুলো নোংরাই থেকে যায়, ছড়িয়ে পড়ে বিভিন্ন রোগবালাই, ব্যাহত হয় সেই স্থানে বসবাসকৃত নাগরিকদের স্বাভাবিক জনজীবন। এ ছাড়াও ওইসব পথের বিকৃতি ঘটলে প্রশাসনের নজর পাওয়াও সময় সাপেক্ষ। তাছাড়া সন্ধ্যা নামলেই ওইসব সংকীর্ণ পথ হয়ে যায় নেশাদ্রব্য গ্রহণকারীদের স্বর্গরাজ্য। মাদকগ্রহণ, ছিনতাই, মারপিট, এমনকি হত্যা পর্যন্ত সংঘটিত সেই স্থানগুলোয়। নারীরাও নিরাপদ নয়, শিকার হয় ইভটিজিংয়ের মতো জঘন্য অপরাধের। এই কারণে সাধারণ নাগরিক জরুরি প্রয়োজনেও এসব পথ এড়িয়ে চলে, যার ফলে প্রচুর সময় অপচয় হয়। এসব নাগরিক সমস্যা নিরসনে চাই স্থানীয় প্রশাসনের সহযোগিতা, ওইসব সংকীর্ণ পথে প্রয়োজন পর্যাপ্ত ল্যাম্পপোস্ট স্থাপন এবং পুরনো ল্যাম্পপোস্টগুলো অপসারণ করে নতুন ল্যাম্পপোস্ট প্রতিস্থাপন। স্থানীয় প্রশাসনের কাছে আকুল আবেদন, যেন জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত ব্যবস্থা নেয়া হয়।

হিমেল আহমেদ : শিক্ষার্থী, শহীদ বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহাবিদ্যালয়, হাজারীবাগ, ঢাকা-১২০৯।
[email protected]

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়