উখিয়ায় ঘর থেকে বের করে রোহিঙ্গা নেতাকে হত্যা

আগের সংবাদ

বিভাজন রুখতে তৎপর কেন্দ্র : আওয়ামী লীগ

পরের সংবাদ

রেস্টুরেন্ট ইটিং আউট

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৪, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

সোশ্যাল মিডিয়ার কারণে বেড়েছে লাইফস্টাইল নিয়ে নজরদারি। মানুষ সহজেই খুঁজে নিচ্ছেন পছন্দের সবকিছু। মানুষ এখন এত বেশি শৌখিন আর বাইরে সময় কাটাতে চায়, যা কয়েক বছর থেকে অনেক বেশি বেড়ে গেছে। বর্তমানে সব শ্রেনী পেশার মানুষই পরিবার ও প্রিয়জনকে নিয়ে সময় কাটাতে বেছে নিচ্ছেন বিভিন্ন ধরনের রেস্টুরেন্টগুলোকে। সময় কাটানো, সুন্দর পরিবেশে ছবি তোলা এবং খাবার উপভোগ করার জন্য শহুর কেন্দ্রিক লাইফস্টাইলে এধরনের অভ্যেস বলা যায় “ট্রেন্ডে ইন”। ভোজন রসিকদের জন্য এবার ঢাকা শহরের বিভিন্ন এলাকার কিছু রেস্টুরেন্টের খাবার নিয়ে থাকছে বিস্তারিত খোঁজখবর।

চাপ ঘর
এই শীতে সুন্দর পরিবেশে কাবাবসহ বাংলা খাবারের ফাইন ডাইনিংয়ের জন্য সাশ্রয়ী গন্তব্য হতে পারে চাপ ঘর রেস্টুরেন্ট। এখানে নতুন আইটেম হিসাবে হাঁসভুনা মিলবে ৩৫০ টাকায়, বিফ নেহারি ৩৫০ টাকায়, বিফ কারি ৪০০ টাকায় ও শাহী কলিজা ৩০০ টাকায়। লোকেশন: গাউছিয়া টুইন পার্ক, ধানমন্ডি। ছবি : নাঈম

লন স্টার স্টেক হাউজ

শীতের মধ্যে যারা সাইড ডিশসহ জুসি বিফ স্টেকের স্বাদ নিতে চান তারা যেতে পারেন লন স্টার স্টেক হাউজে। প্রিমিয়াম ইন্টেরিয়ে স্টেকের স্বাদের পাশিপাশি এখানে বসেই খেতে পারবেন সামুদ্রিক রেসিপিও। এখানে স্পেয়ার রিবস খেতে খরচ পড়বে ২ হাজার ৭৯০ টাকা, কালামারি ৪৯৫ টাকা, বারবিকিউ রাস্টিক চিকেন ৬০৯ টাকা, সিফুড পাস্তা ৭৮০ টাকা। লোকেশন: বাড়ি ৯৯, রোড ১১/এ, সাত মসজিদ রোড, ধানমন্ডি। ছবি : নাঈম রহমান

পিজ্জা বার্গ

খাবার নিয়ে সোশ্যাল মিডিয়াতে তারুণ্য নির্ভর ভিন্নধর্মী বিজ্ঞাপনী প্রচারণার জন্য পিজ্জাবার্গ থাকে চেক ইন লিস্টে। আড্ডার পাশাপাশি ফ্রাইড রাইস, চিকেন ললিপপসহ সিগনেচার পিৎজা প্ল্যাটার মিলবে ৯৯৯ টাকাতে লোকেশন: ব্লক এ, এভিনিউ ১, মিরপুর ২। ছবি : রাশেদুল অয়ন

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়