মার্কিন চার সিনেটরের বিবৃতি : সহিংসতার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান

আগের সংবাদ

প্রাধান্য পাবে আর্থ-কূটনীতি

পরের সংবাদ

উখিয়ায় ঘর থেকে বের করে রোহিঙ্গা নেতাকে হত্যা

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৩, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় শরণার্থী ক্যাম্পে এক রোহিঙ্গা নেতাকে ঘর থেকে বের করে নিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টায় ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-২৭ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা নেতার নাম করিম উল্লাহ (৩৭)। তিনি ওই ক্যাম্পের এম-২৭ ব্লকের কমিউনিটি নেতা বা ব্লক মাঝি ছিলেন। উখিয়া থানার ওসি শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। আধিপত্য বিস্তারের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানান তিনি। স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, একদল লোক রাত সাড়ে ৮টার দিকে করিম উল্লাহকে ঘর থেকে বের করে গলা কেটে হত্যা করে। তিনি জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়