গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

আগের সংবাদ

সরকারের তিন অগ্রাধিকার

পরের সংবাদ

স্বাধীনতার পর প্রথম মন্ত্রী পেল নান্দাইলবাসী

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১২, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুস সালাম মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। এর মধ্য দিয়ে স্বাধীনতার পর এই প্রথমবারের মতো মন্ত্রী পেলেন নান্দাইলবাসী। গতকাল বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নতুন মন্ত্রীদের নিয়োগ দেয়া হয়। গতকাল সন্ধ্যায় তারা শপথ নিয়েছেন। তবে এখন পর্যন্ত দপ্তর বণ্টন করা হয়নি। গত ৭ জানুয়ারি নান্দাইল আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়লাভ করে সংসদ সদস্য নির্বাচিত হন নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি মেজর জেনারেল আব্দুস সালাম (আরসিডিএসডিএসপি অব.)। গত বুধবার সদ্য সমাপ্ত নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান বলেন, স্বাধীনতার পর নান্দাইলের জনগণ কোনো মন্ত্রী পায়নি। এবার আমরা নান্দাইলবাসী একজন পূর্ণ মন্ত্রী পেয়েছি। নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুস সালামের মাধ্যমে আমাদের বহুল কাক্সিক্ষত সাধ পূরণ হতে যাচ্ছে।
উল্লেখ্য, মেজর জেনারেল আব্দুস সালাম ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার রসুলপুর গ্রামে ১৯৪২ সালের ২৮ ফেব্রুয়ারিতে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে মেজর জেনারেল পদে কর্মরত অবস্থায় অবসর গ্রহণ করেন। পরে অবসরে এসে আওয়ামী লীগে যোগদান করেন। বর্তমানে উপজেলা আ.লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে সপ্তম জাতীয় সংসদ নির্বাচন (১৯৯৬ সালের ১২ জুন) প্রতিদ্ব›দ্বী প্রার্থী জাতীয় পার্টির জহুরুল ইসলাম খানের তুলনায় ১১ হাজার ৬৬০ ভোট বেশি ও নবম জাতীয় সংসদ নির্বাচনে (২০০৮ সালের ২৯ ডিসেম্বর) প্রতিদ্ব›দ্বী প্রার্থী বিএনপির খুররম খান চৌধুরীর তুলনায় ৭০ হাজার ৪৬৬ ভোট বেশি পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন (৭ জানুয়ারি ২০২৪) নৌকা প্রতীক নিয়ে ১৯ হাজার ২৭১ ভোট বেশি পেয়ে নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) আনোয়ারুল আবেদীন খান তুহিনকে পরাজিত করে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়