গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

আগের সংবাদ

সরকারের তিন অগ্রাধিকার

পরের সংবাদ

শিবচরে আওয়ামী লীগের আনন্দ মিছিল

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১২, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি : মাদারীপুর-১ (শিবচর) আসনে সপ্তম বারের মতো নির্বাচিত সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী টানা দ্বিতীয় বারের মতো সরকারদলীয় চীফ হুইপ নির্বাচিত হয়েছেন। একইসঙ্গে টানা তৃতীয় বার আওয়ামী লীগের সংসদীয় পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি। এ জন্য তার নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।
গতকাল বৃহস্পতিবার সকালে শিবচর উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে আনন্দ মিছিলটি বের হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ‘৭১ চত্ত্বরে’ বঙ্গবন্ধুর প্রতিকৃতির পাদদেশে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ডা. মো. সেলিম, পৌর আওয়ামী লীগ সাধারন সম্পাদক তোফাজ্জেল হোসেন খান প্রমুখ। এসময় অনেক নেতাকর্মী আনন্দে রং খেলায় অংশ নেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়