গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

আগের সংবাদ

সরকারের তিন অগ্রাধিকার

পরের সংবাদ

লৌহজংয়ে দুই হাজার কেজি জাটকা জব্দ

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১২, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

লৌহজং (মুন্সিগঞ্জ) প্রতিনিধি : লৌহজং উপজেলার মাওয়া খান বাড়ি এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানে প্রায় দুই হাজার কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। গত বুধবার রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে প্রায় ২ হাজার কেজি জাটকা ইলিশ জব্দ করে লৌহজং উপজেলা প্রশাসন ও কোস্টগার্ড। এ সময় ট্রাক ও ড্রাইভার আটক করা হয়।
যৌথ অভিযানে অংশগ্রহণ করেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফরিদ উদ্দিন ও মাওয়া কোস্ট গার্ড। জানা যায়, ট্রাকভর্তি জাটকা ইলিশ ভোলার চরফ্যাশন থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল।
জব্দকৃত এসব ঝাটকা ইলিশ লৌহজং উপজেলার স্থানীয় ২৫টি এতিমখানা ও মাওয়ায় গরিব দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়