গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

আগের সংবাদ

সরকারের তিন অগ্রাধিকার

পরের সংবাদ

ডাসারে সেচের ড্রেন কেটে দিয়েছে প্রতিপক্ষ : বিপাকে পাঁচ শতাধিক কৃষক

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১২, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, মাদারীপুর : মাদারীপুরের ডাসারে সেচ দেয়া নিয়ে ব্যক্তিগত আক্রোশের জেরে ইরি ধানের সেচের ড্রেন কেটে দিয়েছে প্রতিপক্ষ। এতে ইরি ধানের মৌসুমে জমিতে সেচ না দিতে পেরে বিপাকে পড়েছেন গ্রামের পাঁচ শতাধিক কৃষক। জানা যায়, উপজেলার পূর্বনবগ্রাম মৌজায় বিগত পঞ্চাশ বছর ধরে পাশের একটি খাল থেকে ২৫-৩০ একর জমিতে ইরি ধানের মৌসুমে কৃষকের জমিতে পানি সেচের ব্যবস্থা করা হচ্ছে। বিগত দুই বছর ধরে কৃষক বিশ্বনাথ রায় ও তার ছেলে বিকাশ রায় খাল থেকে মটর দিয়ে কৃষকদের জমিতে পানি সেচ দিয়ে আসছিলেন। সম্প্রতি একই গ্রামের গোবিন্দ রায়ের ভাতিজা সেচ দিতে না পেরে সেচে বাধা প্রদান ও সেচ দেয়ার ড্রেনের বিভিন্ন স্থান কেটে দিয়েছে। এদিকে সেচ ড্রেন কেটে দেয়ায় জমির পানি শুকিয়ে গিয়েছে। ইরি ফসল নিয়ে দুশ্চিন্তায় পড়েছে সাধারণ কৃষকরা। কৃষক সুবাস রায় জানান, এক সপ্তাহ আগে জমিতে সেচ দেয়ার জন্য খালে মোটর দিয়ে পানি তুলতে গেলে গোবিন্দ রায় বাধা দেন। তিনি বিভিন্ন কুচক্রী মহল নিয়ে সেচের ড্রেন কেটে দিয়েছে। ইরি ধানের জমি শুকিয়ে গিয়েছে। সবিতা শিকদার বলে, গোবিন্দ রায় ড্রেন কেটে দেয়ায় জমি শুকিয়ে গেছে। কস্ট করে আমি ইরি ধান রোপণ করেছি। সময়মতো পানি না দিতে পারলে ফসল আর হবে না। এ বিষয়ে গোবিন্দ রায় বলেন, আমি আমার ভাতিজাকে দিয়ে পানি সেচ দেয়ার জন্য মোটরের লাইন বসিয়েছি। বার মাস বিদ্যুৎ বিল দিয়েছি। তারা ষড়যন্ত করে বিশ্বনাথকে সেচ দিতে বলছে। আমার জায়গা দিয়ে পানি সেচ দিতে দেব না। কৃষকরা যাকে সেচ দেওয়ার দায়িত্ব দিয়েছে তার জায়গা দিয়ে ড্রেন করে পানি দেবে। এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার মিল্টন বিশ্বাস বলেন, এখন পর্যন্ত এ বিষয় নিয়ে কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। ডাসার উপজেলা নির্বাহী অফিসার কানিজ আফরোজ বলেন, কৃষকরা বিষয়টি নিয়ে আমার কাছে এসেছিল। আমি উভয় পক্ষকে সমাধানের জন্য আসতে বলেছি। যাতে কৃষকরা জমিতে সেচের মাধ্যেমে পানি পেতে পারে তার সুব্যবস্থা করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়