নিষেধাজ্ঞা আরোপের মতো কোনো অপরাধ করেনি বাংলাদেশ : অর্থমন্ত্রী মুস্তফা কামাল

আগের সংবাদ

স্মার্ট মন্ত্রিসভার যাত্রা হলো শুরু : ব্যাপক রদবদল ঘটিয়ে নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন, স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের অঙ্গীকার, কাল টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

পরের সংবাদ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট : বোরো মৌসুম শুরুর আগেই ট্রান্সফরমার চুরির হিড়িক

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১১, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : ভোলাহাটে বোরো মৌসুম শুরুর আগেই গভীর নলকূপের ট্রান্সফরমার চুরির হিড়িক পড়েছে। এতে বোরো ধান চাষ নিয়ে কৃষকরা চরম হতাশায় ভুগছেন। বোরো ধান চাষের জন্য কৃষক ধান রোপণের জন্য পানি দেয়ার প্রস্তুতি শুরু করেন। কিন্তু গত সোমবার রাতে দলদলী ইউনিয়নের মোহম্মদপুর মৌজার মো. আব্দুল করিমের ছেলে মো. জাহাঙ্গীর আলমের গভীর নলকূপের ট্রান্সফরমার চুরি হয়ে গেছে। চুরি হওয়া ৩টি ট্রান্সফরমারের আনুমানিক মূল্য ১ লাখ ৮০ টাকা। গত ৮ মাসে ১৮টি ট্রান্সফরমার চুরি হয়েছে।
এদিকে ভোলাহাট পল্লী বিদ্যুৎ জোন সূত্রে জানা গেছে, উপজেলায় গত বছরের মে-জানুয়ারি ৮ তারিখ পর্যন্ত ১৩ ট্রান্সফরমার চুরি হয়েছে। এদিকে বিএমডিএ ভোলাহাট জোন সূত্র জানায়, ৯১ ও ৯৬ গভীর নলকূপের ৫টি ট্রান্সফরমার চুরি হয়েছে। এ ব্যাপারে ট্রান্সফরমার চুরি হওয়া গভীর নলকূপের মালিক মো. জাহাঙ্গীর আলম বলেন, আমার সব শেষ হয়ে গেছে। আর্থিক কারণে এ বছর ট্রান্সফরমার ক্রয় করা সম্ভব হবে না। ফলে বোরো চাষ থেকে কৃষক বঞ্চিত হবে।
এ ব্যাপারে ভোলাহাট পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মো. রেজাউল করিম জানান, আমরা থানায় এফআইআর করেছি। তবে আইশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ালে চুরি রোধ কমবে। ফলে কৃষক নির্বিঘেœ ধান চাষ করতে পারবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়