ডিএমপির আদাবর থানা : ইয়াবাসহ গ্রেপ্তার আসামি পালিয়েছে হাজতখানা থেকে

আগের সংবাদ

নাশকতার জবাব ভোটে দিন : ঢাকায় নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী

পরের সংবাদ

স্বাগত ২০২৪

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

বিদায় নিল ২০২৩ সাল। স্বাগত ২০২৪। দেশ-বিদেশে কত ঘটনা, হাসি-কান্না, বিষাদ ও উত্তেজনা- সবকিছুকে ছাপিয়ে স্বপ্ন আর দিনবদলের অপরিমেয় প্রত্যাশার রক্তিম আলোয় উদ্ভাসিত ইংরেজি ক্যালেন্ডারের নতুন দিন আজ। নতুন বছর নতুন কল্যাণময়ে শুরু হোক আমাদের পথচলা। অন্যান্য বছরের তুলনায় বিদায়ী বছরটি অনেক বেশি চ্যালেঞ্জের মুখে ফেললেও লক্ষ্যচ্যুত হয়নি বাংলাদেশ। দেশি-বিদেশি ষড়যন্ত্র, নব্য আধিপত্যবাদ মোকাবিলা করেও অব্যাহত রেখেছে উন্নয়নের অগ্রযাত্রা। তবে একই সময় যুদ্ধ, বৈশ্বিক মন্দা, ডলার সংকটসহ মজুতদারির কারণে দ্রব্যমূল্য ফোয়ারার জলের মতো নাচতে নাচতে ওপরে উঠেছে। দ্রব্যমূল্যের ঘোড়ার লাগাম হাতে অনবরত ছুটতে গিয়ে ক্লান্ত হয়েছে সরকার। তবুও হাল ছাড়েনি। আওয়ামী লীগের নির্বাচনের এবারের ইশতেহারে গুরুত্ব দেয়া হয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। আমরা আশাবাদী হতে চাই। নির্বাচনের বছর হওয়ায় ২০২৩ সালজুড়ে আলোচনার কেন্দ্রে ছিল রাজনৈতিক কর্মকাণ্ড। বিচার-বিশ্লেষণ এবং আলোচনা-পর্যালোচনার বড় অংশজুড়ে রয়েছে দেশের রাজনীতি। বছরটি যখন শেষ হচ্ছে, তখন একদিকে চলছে সংবিধান রক্ষার নির্বাচন, অন্যদিকে জ্বালাও-পোড়াও করছে বিএনপি-জামায়াত। কিন্তু এই রাজনীতি শেষতক কোথায় গিয়ে দাঁড়ায়, তা দেখার বিষয়। অবশ্য এত কিছুর পরও উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রেখেছে বাংলাদেশ। টানা ১৫ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ এ বছরও উন্নয়ন কর্মকাণ্ডকেই মূল হিসেবে ধরে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করেছে। বছরের অন্যতম সেরা এবং যুগান্তকারী ঘটনা ছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন। ঢাকার অন্যতম মেগা প্রকল্প মেট্রোরেল বিদায়ী বছরের শেষভাগে পৌঁছে গেছে মতিঝিল পর্যন্ত। সুফল পাওয়া গেছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকেও। দ্বার খুলে দেয়া হয়েছে আরেক মেগা প্রকল্প শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের। বিদায়ী বছরকে স্মরণীয় করে রাখবে চট্টগ্রামে কর্ণফুলী নদীর নিচ দিয়ে নির্মিত বঙ্গবন্ধু টানেলও। একইভাবে প্রথমবারের মতো ট্রেন পৌঁছেছে পর্যটন নগরী কক্সবাজারে। বছরজুড়ে টি-টোয়েন্টি আর টেস্টে নিজেদের পরিসংখ্যান কিছুটা স্বস্তি দিলেও ওয়ানডের গর্ব ধূলিসাৎ হয়েছে টিম টাইগার্সের। ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবি সমর্থকদের চূড়ান্ত হতাশ করেছে। অন্যদিকে দারুণ একটি বছর পার করেছে বাংলাদেশ নারী দল। ঘরের মাঠে ভারত ও পাকিস্তানকে হারানো ছাড়াও দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়েছেন নিগার সুলতানা জ্যোতিরা। চলতি বছরের ১১ মাসে ১২ লাখ ১০ হাজার ২৫৬ কর্মীর বিদেশে কর্মসংস্থানে হয়েছে। এটি দেশের ইতিহাসে এক বছরে বিদেশে যাওয়ার রেকর্ড। বিদেশে কর্মী যাওয়ার রেকর্ড সুখকর হলেও অস্বস্তিও ছিল শ্রমবাজার নিয়ে। ২০২৩ সালে বাংলাদেশের তৈরি পোশাক খাত একটা বড় ধরনের সংকটের ভেতর দিয়ে গেছে। বিদেশে বাংলাদেশের শ্রমবাজারে একটা বড় ধরনের ধস নেমেছে। কৃষকদের একাগ্র ভূমিকার ফলে কৃষি ও কৃষিজাত পণ্য উৎপাদন ছিল এ বছর আগের মতোই স্বাভাবিক, যা স্বস্তি বয়ে এনেছে অর্থনীতিতে। নতুন বছরের কাছে আরো অনেক প্রত্যাশার বীজ বুনে গেছে বিদায়ী বছর। বিগত বছরের ব্যর্থতা কাটিয়ে ওঠা আর সাফল্যকে সংহত করার প্রত্যয় নিয়ে আমরা বরণ করছি নতুন বছরকে। আমরা চাই, উন্নয়ন-অগ্রগতির ধারা অব্যাহত থাকুক। প্রত্যাশার জায়গাও কম নয়। ২০২৪ সালের প্রতিটি দিন হোক সুন্দর ও কল্যাণময়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়