রাজধানীতে ৬ বছরের শিশুকে গণধর্ষণের অভিযোগ

আগের সংবাদ

সম্ভাবনার নবদিগন্তে বাংলাদেশ

পরের সংবাদ

জলসিঁড়ি পাইওনিয়ার কাপ গলফ টুর্নামেন্ট উদ্বোধন

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ৩০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

স্মার্ট সিটি জলসিঁড়ি আবাসনের গলফ ক্লাবে ১ম টুর্নামেন্ট হিসেবে দুই দিনব্যাপী ‘জলসিঁড়ি পাইওনিয়ার কাপ গলফ টুর্নামেন্ট-২০২৩’ এর উদ্বোধনী অনুষ্ঠান গতকাল জলসিঁড়ি গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়। সেনাবাহিনী প্রধান ও প্রধান পৃষ্ঠপোষক, জলসিঁড়ি গলফ ক্লাব জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ টুর্নামেন্টে সর্বমোট ১৫০ জন গলফার অংশগ্রহণ করবেন বলে আশা করা যাচ্ছে। আজ এই টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান জলসিঁড়ি সেন্ট্রাল পার্কে অনুষ্ঠিত হবে। কোর্সের উপযোগিতা নিশ্চিতকল্পে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আগামী এপ্রিল ২০২৪ হতে কোর্সটি নিয়মিতভাবে খেলার জন্য উন্মুক্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য সেনাবাহিনীর অফিসারদের আবাসন হিসেবে বাস্তবায়িত ‘জলসিঁড়ি আবাসন প্রকল্প’ এর বসবাসকারীদের বিনোদনের জন্য এ কোর্স প্রস্তুত করা হয়েছে। ৯ (নয়) হোল বিশিষ্ট এ গলফ কোর্সে দেশের প্রথম এলিভেটেড ড্রাইভিং রেঞ্জ পরিকল্পনা করা হয়েছে যা কোর্সটিকে করেছে অনন্য।
উদ্বোধনী অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা, বাংলাদেশ গলফ ফেডারেশনের কর্মকর্তারা, জলসিঁড়ি গলফ ক্লাবের কর্মকর্তা ও কর্মচারীরা, কুর্মিটোলা গলফ ক্লাব ও আর্মি গলফ ক্লাবের কর্মকর্তারা, খেলোয়াড়রা এবং গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আইএসপিআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়