নাশকতায় সংশ্লিষ্টতা : ঢাবি ছাত্রদলের সভাপতিসহ ১১ নেতাকর্মী গ্রেপ্তার

আগের সংবাদ

অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট চাইলেন প্রধানমন্ত্রী : বরিশালে বিশাল নির্বাচনী জনসভা

পরের সংবাদ

ঘরোয়া ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি হাবিবুরের

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ২৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : মাশরাফি বিন মুর্তজাকে পেছনে ফেলে লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম শতক এখন হাবিবুর রহমানের। কক্সবাজারে গতকাল বিসিএল ওয়ানডেতে এই রেকর্ড গড়েন উত্তরাঞ্চলের উদ্বোধনী ব্যাটসম্যান হাবিবুর। শতকটি আসে মাত্র ৪৯ বলে। তাতে লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্রুততম শতকের রেকর্ডটিও লেখা হলো নতুন করে।
শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ২০১ রানে অলআউট হয় মধ্যাঞ্চল। লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৪৯ বলে ১০০ রান করেন হাবিবুর। রেকর্ডটি গড়ার পথে মারেন ৭ চার ও ৮ ছক্কা। এর আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশিদের মধ্যে দ্রুততম শতকের রেকর্ড ছিল মাশরাফির। জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি ২০১৬ সালে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে ৫০ বলে শতক করেছিলেন। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে সেই ম্যাচ হয়েছিল নারায়ণগঞ্জের ফতুল্লায়। তবে ২৪ বছর বয়সি হাবিবুরের আজকের রেকর্ড লিস্ট ‘এ’ ক্রিকেট ইতিহাসের দ্রুততম ১০ শতকের তালিকায় জায়গা পায়নি।
এ তালিকায় সবার ওপরে অস্ট্রেলিয়ার ব্যাটার জেইক ফ্রেজার-ম্যাগার্ক। গত ৭ অক্টোবর দেশটির ঘরোয়া টুর্নামেন্ট দ্য মার্শ কাপে দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে ১৩ ছক্কা, ১০ চারে মাত্র ২৯ বলে শতক পূরণ করেন ফ্রেজার-ম্যাগার্ক। তাসমানিয়ার বিপক্ষে সে ম্যাচ হয়েছিল অ্যাডিলেডে। ২৯ বলে শতক তুলে এবি ডি ভিলিয়ার্সের রেকর্ড (৩১ বলে শতক) ভেঙে দেন আন্তর্জাতিক ক্রিকেটে এখনো অভিষেক না হওয়া তরুণ ফ্রেজার-ম্যাগার্ক।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়