চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণা রহমান

আগের সংবাদ

বিশৃঙ্খলা ঠেকাতে কঠোর ইসি : তিন শতাধিক প্রার্থীকে শোকজ > কয়েকজনকে জরিমানা > মামলা ৩ প্রার্থীর বিরুদ্ধে

পরের সংবাদ

ম্যাচসেরা মেহেদি যা বললেন

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ২৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : নিউজিল্যান্ডের বিপক্ষে গতকাল ঐতিহাসিক টি-টোয়েন্টি জয়ের ম্যাচে খেলতে নেমে বাংলাদেশ শুরুটা করে স্পিনারকে দিয়ে। আর তাতেই বাজিমাত করেন অফস্পিনার শেখ মেহেদি। ৪ ওভারে মাত্র ১৪ রান খরচায় শিকার করেছেন ২ উইকেট। এছাড়া ব্যাট হাতেও দায়িত্ব নিয়ে খেলেছেন ১৯ রানের এক দুর্দান্ত ইনিংস। ফলস্বরূপ হয়েছেন সেরা খেলোয়াড়ও। প্রথম ওভারে বল করা কেমন চ্যালেঞ্জিং- ম্যাচ শেষে জানতে চাওয়া হয় ২৮ বছর বয়সি এই ক্রিকেটারের কাছে। জবাবে তার উত্তর, ‘না, চ্যালেঞ্জিং না এটা। আমি তো টি-টোয়েন্টিতে প্রথম ওভার করতে অভ্যস্ত। তবে যে কন্ডিশনেই হোক, অবশ্য চ্যালেঞ্জিংও। আমার কাজ বল করা, সেটা যখন যেখানেই হোক করতে হবে। টিম ম্যানেজমেন্ট আমার ওপর বিশ্বাস রাখছে বলেই প্রথম ওভারে বল দিয়েছে, যে কোনো কন্ডিশনেই হোক আমাকে তা করতে হবে।’ ম্যাচ খেলবেন- এই কথাটি কখন জানতেন এমন প্রশ্নের জবাবে মেহেদি বলেন, ‘আগে না জানা থাকলে তো প্রথম ওভার করতাম না। জাস্ট ওয়ার্ম আপের আগে আমাকে জানিয়েছে যে আমি খেলতেছি। ওভাবেই আমি প্রস্তুতি নিছি ততক্ষণের মধ্যেই।’ বোলাররা ভালো করলে আত্মবিশ্বাস বেড়ে যায় বলেও মনে করেন মেহেদি, ‘বোলাররা যখন সাপোর্ট দেবে, দলের আত্মবিশ্বাস তখন অনেক বেড়ে যায়। শেষ ওয়ানডেতে বোলিং ইউনিট দুর্দান্ত পারফর্ম করেছে। ওই মেসেজগুলো হয়তো বোলারের মধ্যে আছে যে এই কন্ডিশনে জিততে হলে বোলারদের এমন স্মার্ট বোলিং করতে হবে। আলহামদুলিল্লাহ, এজন্য সবাই চিন্তা করছে যে ভালো হবে। যে কয়জন বোলিং করছে সবাই ভালো করছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়