রুশ রাষ্ট্রদূত : বাংলাদেশ নিয়ে পশ্চিমাদের সঙ্গে প্রতিযোগিতা নয়

আগের সংবাদ

স্বতন্ত্রের চাপে নৌকার প্রার্থীরা

পরের সংবাদ

বিউবোর সাবেক চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময়

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ২১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

ঢাকাস্থ বিদ্যুৎ ভবনের মুক্তি হলে গতকাল বুধবার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যানদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ‘আগামী দিনে বিউবো’কে কীভাবে দেখতে চান’ শীর্ষক এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিউবো চেয়ারম্যান (গ্রেড-১) প্রকৌশলী মো. মাহবুবুর রহমান। বিজ্ঞপ্তি
মতবিনিময় সভায় বিউবো চেয়ারম্যান সাবেক চেয়ারম্যানদের উদ্দেশে বলেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে আপনারা ধারাবাহিকভাবে সেবা দিয়েছেন বলেই বিউবো আজকের এ পর্যায়ে এসেছে। এজন্য বিউবো ও আজকের আমরা আপনাদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। একই সময় অনুষ্ঠানে উপস্থিত সাবেক চেয়ারম্যান প্রকৌশলী সৈয়দ আবদুল মঈদ, প্রকৌশলী আ ন ম রিজওয়ান, প্রকৌশলী এ এস এম আলমগীর কবীর, প্রকৌশলী মো. আব্দুল ওয়াহাব খান, প্রকৌশলী মো. আব্দুহু রুহুল্লাহ্, প্রকৌশলী মো. শাহীনুল ইসলাম খান, প্রকৌশলী খোন্দকার মাকছুদুল হাসান, প্রকৌশলী খালেদ মাহমুদ ও প্রকৌশলী সাঈদ আহমেদ বিউবোর অগ্রগতি নিয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। প্রশিক্ষণ ও পেশা উন্নয়ন পরিদপ্তর কর্তৃক আয়োজিত এ মতবিনিময় সভায় বিউবো’র সদস্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়