পররাষ্ট্রমন্ত্রী : সোমবার ২৮৫ বিজিপি সদস্যকে ফিরিয়ে নেবে মিয়ানমার

আগের সংবাদ

শ্যামনগরে সাংসদ দোলনের গাড়িতে হামলা, গ্রেপ্তার ১

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ২১, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

আনিস সুমন, শ্যামনগর (সাতক্ষীরা) থেকে : সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলনের গাড়িতে হামলা করা হয়েছে। এতে সাংবাদিক মেহেদী হাসান মারুফ আহত হয়েছেন। এ ঘটনায় শ্যামনগর থানা পুলিশ একজনকে আটক করেছে। গত শুক্রবার রাত ৯টার দিকে শ্যামনগর পৌরসভা এলাকার গোডাউন মোড়ে এ হামলার ঘটনা ঘটে। জানা যায়, জাতীয় সংসদ সদস্য আতাউল হক দোলন ও তার সফর সঙ্গীরা পৌরসভা এলাকার গোডাউন মোড় জামে মসজিদে এশার নামাজ আদায় শেষ করে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম সোহাগের বাড়িতে নৈশভোজের জন্য তার গাড়িবহর রওনা হয়। তবে সে সময় সংসদ সদস্য তার গাড়িতে ছিলেন না। তিনি তার দশ মিনিট আগে মোটরসাইকেলে চড়ে জরুরি কাজে শ্যামনগর সদরে আসেন। গাড়িতে তার ড্রাইভার রহমত আলী, ব্যক্তিগত সহকারী শেখ নুরুজ্জামান টুটুল, সাংবাদিক মেহেদী হাসান মারুফ ও আব্দুল্লাহ আল হাবীব ছিলেন। পথে গোডাউন মোড়ের কাছে এলে ওই যুবক তার গাড়িতে হামলা করে। এ সময়ে তার গাড়ির গøাস ক্ষতিগ্রস্ত হয় এবং গাড়িতে থাকা মেহেদী হাসান মারুফ আহত হন। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ঘটনার পর কালিগঞ্জ উপজেলার হোগলা এলাকার আব্দুল হান্নানের ছেলে বাবু কাপালীকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় শ্যামনগর থানায় ৪ জনকে আসামি করে মামলা হয়েছে। বাকি ৩ জনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। সংসদ সদস্য আতাউল হক দোলন বলেন, পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। এতে আমার সফরসঙ্গী মেহেদী হাসান মারুফ আহত হয়ে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তবে কারা হামলার সঙ্গে জড়িত সে প্রসঙ্গে কিছু জানাতে পারেননি তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়