উদ্দেশ্য ‘দোয়া’ নেয়া : কাজী ফিরোজ রশীদের বাসায় সাঈদ খোকন

আগের সংবাদ

আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরুর জনসভায় শেখ হাসিনা : নৌকাতেই দেশের উন্নয়ন

পরের সংবাদ

ঢাকায় বাংলাদেশ ওয়াটার ক্রেডিট ফোরাম অনুষ্ঠিত

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ২০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

‘প্রবৃদ্ধি উন্মোচন ও উন্নয়নকে অগ্রসরঃ বসতবাড়িসহ ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানে নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন সুবিধা নিশ্চিতে অর্থায়নের সুযোগ সৃষ্টি এবং আগামীর পরিকল্পনা নির্ধারণ’ শিরোনামে গতকাল মঙ্গলবার ঢাকার লেকশোরে বাংলাদেশ ওয়াটার ক্রেডিট ফোরাম ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞপ্তি
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মো. ফসিউল্লাহ। অনুষ্ঠানে দেশি বিদেশি এনজিও, বহুপক্ষীয় ও দ্বিপক্ষীয় সংস্থা, এমএসএমই, স্টার্টআপ, অবকাঠামো কোম্পানসহ বিভিন্ন খাতের ১৫০ এরও বেশি শীর্ষস্থানীয় কর্মকর্তা উপস্থিত ছিলেন। এবারের আসরে উপযোগ ও অবকাঠামোগত অর্থায়নে দক্ষিণ এশিয়াসহ বিশ্বের অন্যান্য দেশে নিজেদের কার্যক্রম-এর পরিধি বৃদ্ধির পরিকল্পনা জানায় ওয়াটার ডট ও আর জি।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ৬ এর সঙ্গে তাল মিলিয়ে, সবার জন্য নিরাপদ ও সাশ্রয়ী পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন সুবিধা নিশ্চিত করাই বাংলাদেশের লক্ষ্য। বিশ্বের ৫ কোটির ও বেশি মানুষের কাছে নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন সুবিধা পৌঁছে দিতে কাজ করছে ওয়াটার ডট ও আর জি। ভবিষ্যত দিক নির্দেশনা নির্ধারণ, অংশীজন স্বীকৃতি ও কৃতিত্ব উদযাপনে প্রতি বছর নিজেদের ফ্ল্যাগশিপ ইভেন্ট ওয়াটার ক্রেডিট ফোরাম আয়োজন করে ওয়াটার ডট ও আর জি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়