এসএসসি পরীক্ষার ভুয়া রুটিন ফেসবুকে

আগের সংবাদ

‘খণ্ডিত জাপা’-আ.লীগ জোট না করার অনুরোধ রওশনের : গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, অবৈধভাবে নেতৃত্ব দখল করেছে কাদের

পরের সংবাদ

বেলিংহামের চমক

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ১২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

ফুটবলে সেরাদের কথা চিন্তা করলেই যে নামগুলো সবার আগে মাথায় আসে তাদের মধ্যে পেলে, ম্যারাডোনা, জিদান, মেসি, রোনালদোদের নাম না বললেই নয়। তাহলে যখন কোনো তরুণ খেলোয়াড়কে তাদের সঙ্গে তুলনা করা হয় তখন বুঝতেই হয় যে তার মাঝে বিশেষ কিছু তো অবশ্যই আছে। এমনই এক ফুটবলার হলেন জুড বেলিংহাম। ২০ বছর বয়সি এই ইংলিশ তারকা তার চমকে এতটাই মন্ত্রমুগ্ধ করেছেন ফুটবলপ্রেমীদের, যে রাতারাতি উঠে গেছেন বিশ্বসেরাদের কাতারে। ক্যারিয়ারের শুরু থেকে অবিশ্বাস্য ধারাবাহিকভাবে পারফর্ম্যান্স করা বেলিংহামের জন্ম ২০০৩ সালের ২৯ জুন ইংল্যান্ডে। ফুটবলের হাতেখড়ি হয় তার জন্মস্থানের ক্লাব স্টাওয়ারব্রিজে। এরপর বার্মিংহামের অনূর্ধ্ব-৮ এর দলে যোগ দেন তিনি। ২০১০-১৯ সাল পর্যন্ত এই ক্লাবের বিভিন্ন স্কোয়াডে খেলেন এই ইংলিশ তারকা। ২০২০-২১ মৌসুমে বরুসিয়া ডর্টমুন্ডে আসেন জুড। নিয়মিত উজ্জ্বল ও ধারাবাহিক পারফর্ম্যান্সে আলোচনায় আসেন তিনি। তবে মূলত তিনি জ্বলে ওঠেন রিয়াল মাদ্রিদে আসার পর। বুন্দেসলিগার মৌসুমসেরা হয়ে রিয়ালে পা বাড়ান জুড। ২০২০-২৩ পর্যন্ত যেখানে বেলিংহাম ডর্টমুন্ডের হয়ে বুন্দেসলিগায় ৯২ ম্যাচে ১২ গোল করেন সেখানে ২০২৩-২৪ মৌসুমে লা লিগায় রিয়াল মাদ্রিদের হয়ে ১৪ ম্যাচে করেছেন ১৩ গোল। পাশাপাশি চ্যাম্পিয়নস লিগের চার ম্যাচে ৪ গোল করেছেন তিনি। মাঝমাঠে খেলতে নেমে প্রতিপক্ষের রক্ষণের মধ্য দিয়ে যেন তীরের বেগে ছুটে গিয়ে বল জালে জড়ান জুড। ২০১৬ সাল থেকে ইংল্যান্ডের জাতীয় দলের বিভিন্ন সংস্করণে খেলেছেন তিন এবং ২০২২ বিশ্বকাপে স্কোয়াডে দেখা যায় তাকে। রাতারাতি বিশ্বসেরা হয়ে যাওয়া বেলিংহামকে নিয়ে আগ্রহের যেন কমতি নেই কোথাও। কিছুদিন আগেই ব্যালন ডি’অরে সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার কোপা অ্যাওয়ার্ড জিতেছেন জুড বেলিংহাম।
: খালিদ ইবনে মিজান

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়