পীরেরবাগে ভাঙারির দোকানে বিস্ফোরণে দগ্ধ এক

আগের সংবাদ

কী বার্তা পেল জাতীয় পার্টি : গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে জি এম কাদেরের বৈঠক, আসন সমঝোতার আলোচনা

পরের সংবাদ

ক্যারিয়ারের সূর্যাস্তেও অদম্য রোনালদো

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

ফুটবল ইতিহাসের সেরাদের সেরার তালিকা করলে যে নামটি তালিকার উপরের দিকে ভাস্বর হয়ে থাকবে, সেই নামটি হলো ক্রিস্টিয়ানো রোনালদো। সেই ২০০৩-এ কাজাখস্তানের বিপক্ষে অভিষেক ঘটে রোনালদোর, তারপর টানা ২০ বছর পুরো ফুটবল বিশ্বকে মুগ্ধ করে রেখেছেন নিজের অনন্যসাধারণ পারফরম্যান্সে। সেই সঙ্গে নিজেকেও নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। কী নেই এই পর্তুগিজ মহাতারকার অর্জনের ঝুলিতে? ফুটবলে সর্বোচ্চ গোলদাতা তো বটেই (৮৬০-এর অধিক গোল)- সব থেকে ধনী ফুটবলারও তিনি। তার নামের পাশে রয়েছে ৫টি ব্যালন ডি’অর, তিনি ৩ বার বেস্ট ফিফা মেন’স প্লেয়ার নির্বাচিত হয়েছেন, ৪ বার জিতেছেন ইউরোপিয়ান গোল্ডেন শু, উয়েফা চ্যাম্পিয়নস লিগে তার রয়েছে সর্বোচ্চ গোল এবং সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড (১৪০ গোল, ৪২ অ্যাসিস্ট), চ্যাম্পিয়নস লিগে সর্বাধিক ম্যাচ খেলুড়ে তিনিই (১৮৩ ম্যাচ), তিনি একাধারে রিয়াল মাদ্রিদ এবং চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা। আর দলের হয়ে জিতেছেন ৫টি উয়েফা চ্যাম্পিয়স লিগ টাইটেল এবং ৫টি ফিফা ওয়ার্ল্ড কাপ টাইটেল। রোনালদোর অর্জনের পরিসংখ্যান শেষ হওয়ার নয়। বড় ক্লাব বলতে যা বোঝায়, সে বিবেচনায় ২০০৩ ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে যাত্রা শুরু এই স্ট্রাইকারের। সে সময় মাত্র ২৩ বছর বয়সেই নিজের প্রথম ব্যালন ডি’অর জিতে নেন এই তারকা। ২০০৯-এ তৎকালীন ক্লাব ফুটবল ইতিহাসে রেকর্ড গড়ে ৯৪ মিলিয়ন ইউরোতে রিয়াল মাদ্রিদে নাম লেখান তিনি। মাদ্রিদের হয়ে (২০০৯-২০১৮) রোনালদো তার ক্যারিয়ারের সেরা সময় পার করেছেন। চ্যাম্পিয়ন্স লিগের এক আসরে সর্বোচ্চসংখ্যক গোলের (১৭) রেকর্ড এবং মাদ্রিদের হয়ে তার গোলসংখ্যা ৪৫০, যা প্রায় অবিশ্বাস্য বলা চলে। সর্বশেষ এ বছর জানুয়ারিতে সৌদি ক্লাব আল নাসরে যোগ দেন ৩৮ বছর বয়সি এই স্ট্রাইকার। ২ বছরের চুক্তিতে ২০০ মিলিয়ন মার্কিন ডলারে যোগ দেন তিনি, যা রেকর্ড দাম। তবে এই চড়া দামে সি আর ২ সেভেনকে কিনে রিয়াদভিত্তিক ক্লাবটি যে কোনো ভুল করেনি, তা পদে পদে নিজের মনোমুগ্ধকর পারফরম্যান্স দিয়ে প্রমাণ করে চলেছেন রোনালদো। তার অভিষেক ম্যাচেই আল নাসর ১-০ গোলে জেতে। এরপর রোনালদো পালাক্রমে আল ওয়াহেদ এবং দামেকের বিপক্ষে হ্যাটট্রিক করেন। ৮ গোল এবং ২ অ্যাসিস্টের কৃতিত্বস্বরূপ ফেব্রুয়ারিতে সৌদি প্রো লিগ প্লেয়ার অব দ্য মান্থও জিতে নেন তিনি। সৌদি প্রো লিগে ৩০ ম্যাচে ২৯ গোল এবং আল নাসরের হয়ে ৪৫ ম্যাচে ৩৮ গোল করেছেন তিনি। রোনালদোর নৈপুণ্যেই আল নাসর ২০২৩-এ আল হিলালের বিরুদ্ধে ফাইনালে তাদের প্রথম আরব ক্লাব চ্যাম্পিয়নশিপ কাপ জয়লাভ করে।
:: সোহানুর রহমান

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়