রাজধানীতে বহুতল ভবন থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু

আগের সংবাদ

স্ব স্ব প্রতীকে লড়বে ১৪ দল! : প্র্রধানমন্ত্রীর সঙ্গে শরিকদের বৈঠকের সিদ্ধান্ত জানাতে আজ সংবাদ সম্মেলন ডেকেছে আ.লীগ

পরের সংবাদ

পীরেরবাগে ভাঙারির দোকানে বিস্ফোরণে দগ্ধ এক

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : রাজধানীর মিরপুরের পীরেরবাগে একটি ভাঙারির দোকানে বিস্ফোরণে মো. মনসুর (৪৮) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। গতকাল রবিবার সকাল ৯টার দিকে পীরেরবাগ বোম্বাই গলিতে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত মনসুর জানান, বোম্বাই গলিতে তার নিজের ভাঙারির দোকান রয়েছে। গত শনিবার রাতে একজনের কাছ থেকে কিছু ভাঙারি জিনিসপত্র, খালি বোতল কিনে রাখেন তিনি। গতকাল সকালে ওই দোকান খুলেন এবং সেই ভাঙারি মালামাল ভাঙার কাজ করছিলেন। তখনই সেখান থেকে একটি বিস্ফোরণ ঘটে।
বস্ফোরণে তার ডান হাত মারাত্মকভাবে যখম হয়। এছাড়া তার ডান পায়ের রানে ও হাঁটুর নিচেও যখম হয়। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে বিকালে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।
আহত মনসুরের ধারণা, ভাঙারি মালামালের মধ্যে কোনো একটিতে গ্যাস জমে ছিল। সেটার জন্য এই বিস্ফোরণ হতে পারে। তার বাড়ি পাবনার চাটমোহর উপজেলায়। বর্তমানে পীরেরবাগ সার্জেন্ট গলিতে পরিবার নিয়ে থাকেন তিনি। যেই বাড়িটির নিচে তার ভাঙারির দোকান, সেই বাড়িটির ম্যানেজারের দায়িত্বেও ছিলেন মনসুর।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ওই ব্যক্তির ডান হাতে ও ডান পায়ে আঘাত রয়েছে। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়