সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনকে তিন নির্দেশনা

আগের সংবাদ

নতুন রক্ত সঞ্চালনে গুরুত্ব : তিনশ আসনে মনোনয়ন চূড়ান্ত, আজ ঘোষণা > আসছেন শতাধিক নতুন মুখ

পরের সংবাদ

রাজনীতিতে তরুণ সমাজের অংশগ্রহণ

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বর্তমান সময়ে বাংলাদেশের রাজনীতিতে তরুণ সমাজের অংশগ্রহণ খুবই হতাশাজনক। আজ আমাদের তরুণ সমাজের বেশির ভাগ অংশই দেশে লেখাপড়া শেষ করে উন্নত ভবিষ্যতের জন্য বিদেশে পাড়ি জমাচ্ছে। রাজনীতির প্রতি কারোরই তেমন আগ্রহ নেই। যার মুখ্য কারণ হিসেবে চিহ্নিত করা যায় এ দেশের অসৎ রাজনীতিবিদদের। বর্তমান সময়ের অধিকাংশ রাজনীতিবিদ রাজনীতিকে তাদের পেশা হিসেবে বেছে নিয়েছে। তারা রাজনীতির মাধ্যমে দেশের জনগণের অধিকার আদায়ের বদলে নিজেদের স্বার্থ আদায়ে বেশি আগ্রহী। রাজনীতির মাধ্যমে টাকা উপার্জনই তাদের আসল নেশা, তাদের আসল স্বপ্ন। কীভাবে রাজনীতির মাধ্যমে দুর্নীতি করে নিজের অর্থনৈতিক অবস্থানকে উন্নত করা যায়, নিজের জীবনকে কীভাবে আরাম-আয়েশের সঙ্গে অতিবাহিত করা যায়, সেটাই বর্তমান অধিকাংশ রাজনীতিবিদের চিন্তা। আর তাদের এসব কর্মকাণ্ডের জন্য বাংলাদেশের রাজনীতি আজ নর্দমায় পরিণত হয়েছে, ভুগতে হচ্ছে দেশের জনগণকে। তাদের এমন কর্মকাণ্ডের জন্যই আমরা তরুণ সমাজ আজ রাজনীতিকে ঘৃণা করছি। কিন্তু আমাদের ভাবা উচিত, দেশের রাজনীতি যদি আজীবন এভাবে নর্দমার মতো হয়ে থাকে, তাহলে এক পর্যায়ে আমাদেরই এর খারাপ পরিণাম ভুগতে হবে। আমরা তরুণ সমাজ আজ রাজনীতিকে অপছন্দ করি। কিন্তু আমরা এটা ভাবি না যে, এই রাজনীতি না থাকলে আজ আমরা আমাদের বাংলাদেশ পেতাম না। আমরা আজ গর্বের সঙ্গে শেরেবাংলা ফজলুল হক, মওলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিব, মেজর জিয়াসহ আরো অনেক খ্যাতিমান রাজনীতিবিদের নাম স্মরণ করি, তাদের আমাদের আদর্শ হিসেবে অনুসরণ করি। একটা প্রশ্ন কি আমরা কখনো ভেবেছি- তাদের মতো মানুষ কেন নিজেদের রাজনীতিতে জড়িয়ে ছিলেন? তারাও তো চাইলে বর্তমান তরুণ সমাজের মতো দেশ ছেড়ে বিদেশে গিয়ে ভালোভাবে জীবনযাপন করতে পারতেন। তাহলে কেন তারা রাজনীতির জন্য নিজেদের বিলিয়ে দিলেন? উত্তরে বলা যায়- তারা নিজেদের দেশ সম্পর্কে সচেতন ছিলেন, দেশের প্রতি তাদের দায়িত্ববোধ সম্পর্কে সচেতন ছিলেন। দেশকে, দেশের সব মানুষকে তারা তাদের পরিবার ভেবেছিলেন। আর এই চিন্তাটাই আমাদের বর্তমান অধিকাংশ তরুণের মাঝে নেই। আমরা কেবল নিজেদের ঘরের মধ্যে সদস্যদের, নিজেদের মা-বাবা, ভাইবোন, স্ত্রী-পরিজনদের নিজেদের পরিবার হিসেবে বিবেচনা করি। আমরা ভেবে থাকি এই কয়েকজনের জীবনমান উন্নত হলেই আমাদের দায়িত্ব শেষ। যেটা আমাদের চরম ভুল। আর আমাদের এই ভুলের জন্যই আজ আমাদের দেশের এই বেহাল দশা। আমাদের তরুণদের এই চিন্তা-ভাবনায় পরিবর্তন আনা উচিত। আমরা তরুণরা যদি রাজনীতিতে উদ্বুদ্ধ না হই, দেশের হাল না ধরি, তবে এক পর্যায়ে আমাদেরই এই দেশ পঙ্গু হয়ে যাবে, অচল হয়ে যাবে। কিছু কথা আমাদের মনে রাখা উচিত- রাজনীতি কোনো পেশা নয়। পেশা হচ্ছে সেটা, যেটার মাধ্যমে মানুষ টাকা উপার্জন করে জীবিকা নির্বাহ করে থাকে। আর রাজনীতি কোনো টাকা উপার্জনের জায়গা নয়। ‘রাজনীতি মানে দেশের প্রতি দায়িত্ববোধ, দেশের প্রতি নিজের দায়বদ্ধতা।’ দেশের মঙ্গলের জন্য, দেশের সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য, তাদের জীবনমানের উন্নতির জন্য, নিজ দেশে তাদের উন্নত ভবিষ্যৎ নিশ্চিতের জন্য আমি মনে করি আমাদের তরুণ সমাজের রাজনীতিতে অংশগ্রহণ জরুরি। রাজনীতি আমাকে কী দিয়েছে বা কী দেবে, এই চিন্তা থেকে দূরে সরে দেশের মানুষের কল্যাণে তরুণদের উজ্জীবিত হওয়া দরকার। কারণ এই দেশ আমাদের ঘর, এই দেশের প্রত্যেকটি মানুষ আমাদের পরিবারের সদস্য। আর বাংলাদেশের বর্তমান রাজনীতিতে পরিবর্তন এনে দেশের মানুষের অধিকার নিশ্চিত করতে হলে, তাদের উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে আমাদের তরুণদের রাজনীতিতে অংশগ্রহণ দরকার। আমরা তরুণরা যদি বর্তমান অসৎ রাজনীতিবিদদের ক্ষমতার ভয় পেয়ে, বর্তমান অপরাজনীতিকে ভয় পেয়ে রাজনীতিতে অংশগ্রহণ না করি, তাহলে ভবিষ্যতে এই দেশের পঙ্গু হওয়ার পেছনে আমরা তরুণরাও দায়ী থাকব।

সাব্বির উদ্দিন রিয়ন : শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।
[email protected]

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়