সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনকে তিন নির্দেশনা

আগের সংবাদ

নতুন রক্ত সঞ্চালনে গুরুত্ব : তিনশ আসনে মনোনয়ন চূড়ান্ত, আজ ঘোষণা > আসছেন শতাধিক নতুন মুখ

পরের সংবাদ

‘ভ্রমণ আমার কাজের প্রতি দৃঢ়তা বাড়ায়’

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

ভ্রমণ মানুষের জ্ঞানের পরিধি বিস্তার করে পাশাপাশি শরীর ও মন ভালো রাখে। নিজেকে আবিষ্কারের অন্যতম মাধ্যম ভ্রমণ। সবাই কম বেশি ভ্রমণ করতে পছন্দ করেন। অভিনেত্রী তানিন সুবহার ভ্রমণ অভিজ্ঞতা জানাচ্ছেন মেলা প্রতিবেদক

পছন্দের ভ্রমণের জায়গা?
আমি ভ্রমণ করতে ভালোবাসি। কাজ ও কাজের বাইরে আমি সব সময় চেষ্টা করি ভ্রমণ করার। ভ্রমণ আমার কাজের প্রতি দৃঢ়তা বাড়ায়। যেখানে সাগর এবং পাহাড় একত্রিত হয়েছে- এমন জায়গা আমার ভ্রমণের সব থেকে পছন্দের।

সর্বশেষ কোথায় ভ্রমণ করেছেন?
কাজ ও কাজের বাইরে বিভিন্ন জায়গাতেই ভ্রমণ করা হয় তবে সর্বশেষ আমি কাজের বাইরে ভ্রমণ করেছি সাজেক।

ভ্রমণের বিশেষ স্মৃতি?
প্রত্যেক ভ্রমণেই বিশেষ স্মৃতি হয়। প্রত্যেকটি স্মৃতিই মনে রাখার মতো।
পছন্দের ভ্রমণসঙ্গী?
পছন্দের ভ্রমণসঙ্গী আমার মা। আমি সব সময় আমার পরিবারের সঙ্গেই ভ্রমণ করি। পরিবারের বাইরে আমার ভ্রমণ করা হয় না।

সমুদ্র নাকি পাহাড় বেশি ভালো লাগে এবং কেন?
পাহাড় সমুদ্র দুটোই ভালো লাগে। যেখানে দুটো এসে একত্রিত হয়েছে সে জায়গা বেশি পছন্দ। সমুদ্রের বিশালতা এবং পাহাড় নীরবতা দুটোই উপভোগ করতে পারি একসঙ্গে।
কেন ভ্রমণ করা উচিত?
পৃথিবীটা কত বড় এটা জানার জন্য ভ্রমণ করা উচিত। ভ্রমণ করলে আমরা বিভিন্ন বিষয়ে জানতে পারি যা বই পড়েও জানা সম্ভব নয়, ভ্রমণ সব সময়ই আনন্দদায়ক। ভ্রমণ বরাবরই কাজের বাইরে প্রশান্তি দেয়। কাজের আগ্রহ তৈরি করে। তাই আমার মনে হয় সবারই সুযোগ পেলেই ভ্রমণ করা উচিত।

সুযোগ পেলে যে জায়গাটিতে যেতে চান?
সুযোগ পেলে মালদ্বীপ যেতে চাই।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়