সংসদ নির্বাচনের কোনো প্রস্তুতি নেই বিএনপির : রেলপথমন্ত্রী

আগের সংবাদ

জোট নাকি মহাজোট? একক ও জোটগত ভোটের প্রস্তুতি আওয়ামী লীগের > জাতীয় পার্টির সিদ্ধান্ত স্পষ্ট নয়

পরের সংবাদ

বিদ্রোহী কবির নাতিদের মধ্যে বিরোধ

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

১৯২২ সালের ২০ জুন ‘কারার ঐ লৌহ কপাট’ গানটি লিখেছিলেন নজরুল। মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দাস যখন কারারুদ্ধ হন, তখন তার স্ত্রী বাসন্তী দেবীর অনুরোধে বাংলার মানুষকে নিয়ে গানটি লিখেছিলেন তিনি। ১৯৪৯ সালের জুন মাসে গিরীন চক্রবর্তীর কণ্ঠে গানটি রেকর্ড করা হয়েছিল। ব্রিটিশবিরোধী আন্দোলন এবং পরে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অনুপ্রেরণা জোগানো শতবর্ষী গান ‘কারার ঐ লৌহ কপাট’ নিয়ে এ বিতর্কের সূচনা সোশ্যাল মিডিয়ায় ‘পিপ্পা’র গানটি প্রকাশের পর থেকে। রাজাকৃষ্ণ মেনন পরিচালিত বাংলাদেশের মুক্তিযুদ্ধকেন্দ্রিক হিন্দি সিনেমা ‘পিপ্পা’র জন্য নজরুলের ওই গানটির নতুন কম্পোজিশন করেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান। কিন্তু শ্রোতাদের অনেকের অভিযোগ, এ আর রহমানের হাতে পড়ে গানটি থেকে বিদ্রোহই হারিয়ে গেছে। সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক মহলের মানুষরা প্রতিবাদ জানাচ্ছেন, সমালোচনায় সরব হয়েছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। কবি পরিবারের সদস্যরাও বিষয়টি ভালোভাবে নিতে পারেননি। সমালোচনা-বিদ্রুপের মুখে ক্ষমাও চেয়েছে গানটি ব্যবহার করা সিনেমা ‘পিপ্পা’র নির্মাতা-প্রযোজকরা। সোমবার এক বিবৃতিতে প্রযোজনা সংস্থা রায় কাপুর ফিল্মস দাবি করেছে, তারা কবির পুত্রবধূ প্রয়াত কল্যাণী কাজী ও তার পুত্র কাজী অনির্বাণের কাছ থেকে গানের স্বত্ব নেয়ার ক্ষেত্রে যাবতীয় নিয়ম মেনেছেন। লিখিত চুক্তি করে এবং চুক্তি মেনে তারা গানটি ব্যবহার করেছেন। নজরুলের ‘কারার ঐ লৌহ কপাট’ গানের সুর বিকৃত করা নিয়ে সমালোচনার মধ্যেই বিদ্রোহী কবির নাতি কাজী অরিন্দম নতুন অভিযোগ এনে হাজির করেছেন। অরিন্দমের দাবি, তার বড়দা কাজী অনির্বাণ নাকি দাদার জাতীয় পুরস্কার বিক্রির চেষ্টা করেছিলেন। বৃহস্পতিবার কলকাতায় সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন নজরুলের দুই ছেলে কাজী সব্যসাচী ও কাজী অনিরুদ্ধের দুই ছেলেমেয়ে খিলখিল কাজী ও কাজী অরিন্দম। ‘চুক্তিপত্রে নাকি লেখা রয়েছে কল্যাণী কাজী এবং অনির্বাণ নজরুলের একমাত্র উত্তরসূরি! তা হলে আমরা কারা? অনির্বাণের সঙ্গে আমরা অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি। কিন্তু ও আমাদের এড়িয়ে যাচ্ছে। যা ক্ষতি হয়েছে, পরিবারের পক্ষ থেকে ওকে তার দায় নিতেই হবে।’

:: মেলা প্রতিবেদক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়