ডেঙ্গু পরিস্থিতি : ছুটির দিনে রোগী ও মৃত্যু দুইই কম

আগের সংবাদ

কদর বেড়েছে বোমাবাজদের : ২০১৪-১৫ সালের স্টাইলে আগুন-বোমা, পুরনো সন্ত্রাসীরা সক্রিয়, মাঠে নতুন বোমাবাজ

পরের সংবাদ

প্যারিসে মাশিয়াত!

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

‘ফ্যাশনের রাজধানী’ খ্যাত ফ্রান্সের প্যারিসে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশি ফ্যাশন ডিজাইনার সামী আলমের বিশেষ শো-‘মেড ইন বাংলাদেশ’। তাতে পারফর্ম করতে দেখা গেছে মডেল লাক্স তারকা মাশিয়াত রহমানকে। প্যারিসের র‌্যাম্পে এটিই তার প্রথম ক্যাটওয়াক। বাংলাদেশে নিয়মিত ফ্যাশনে কাজের পাশাপাশি জাপান ও ব্যাংককের ফ্যাশন শোতেও অংশ নিয়েছিলেন মাশিয়াত। স¤প্রতি ফ্রান্সের প্যারিসে বাংলাদেশ ও ফ্রান্স দূতাবাসের যৌথ উদ্যোগ্যে ‘মেইড ইন বাংলাদেশ’ ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। লাক্সতারকা মাশিয়াত জানান, প্যারিসে ফ্যাশন শো তে তিনি এবারই প্রথম অংশ নিলেন। সেখানে থেকে দারুণ অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরেছেন। এই ফ্যাশন শোতে বাংলাদেশ থেকে মাশিয়াতসহ শিরিন শিলা, মীর মারিয়াম, সিম্মি তাসফিয়া এবং আফসানা স্পৃহা ছিলেন। বাংলাদেশের কালচার এবং ফ্রান্সের বিল্পব এই দুটো বিষয়ই এতে উঠে এসেছে। পাঁচজন বাংলাদেশি মডেল এবং ১৫জন প্যারিসের মডেল সেখানে ছিলেন। মাশিয়াত বলেন, ‘প্যারিস হচ্ছে বিশ্বসেরা ফ্যাশন মডেলদের আল্টিমেট ডেসটিনেশন। যেখানে আবার দুই দেশ মিলিয়ে আয়োজন করে। প্যারিসের অপেরা বল রুমে পৃথিবীর বড় বড় ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। এটি দেশের বড় অর্জন। বাংলাদেশ থেকে সেখানে গিয়ে এতো বড় শোতে অংশ নিতে পেরেছি এতে নিজেকে ধন্য মনে করছি।’ বলা বাহুল্য, বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে অনেক দিন ধরেই মাশিয়াত রহমান বেশ চেনা মুখ। র‌্যাম্প, প্রিন্ট মিডিয়া, প্রোডাক্ট ক্যাম্পেইন, টিভিসি থেকে শুরু করে মডেলিং দুনিয়ার সব মাধ্যমেই আবারও সরব ও সক্রিয় এই লাক্স তারকা। উল্লেখ্য, এই অনুষ্ঠানটি বাংলাদেশের গ্রামীণ শিল্প ও সংস্কৃতির প্রতিনিধিত্ব করেছিল। সেই সাথে ফরাসি জীবন এবং সংস্কৃতির সাথে বাংলাদেশের সংস্কৃতির সেতুবন্ধন ঘটেছে। যা কিনা বাংলাদেশের ফ্যাশন শিল্পের জন্য একটি গৌরবের বিষয়।

সূত্র : মাশিয়াত

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়