বাংলাদেশের সঙ্গে ফ্লাইট চালু করতে আগ্রহী মিয়ানমার

আগের সংবাদ

খেলাপি কমবে কোন পথে! পুনঃতফসিলকৃত ঋণ ফের খেলাপি হচ্ছে, কেন্দ্রীয় ব্যাংকের কঠোর ভূমিকা চান অর্থনীতিবিদরা

পরের সংবাদ

সবাই মিলে রোধ করব শব্দদূষণ : সাবের হোসেন চৌধুরী

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিশেষ দূত ও ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী বলেছেন, আমরা আমাদের নতুন প্রজন্মের জন্য একটি উন্নত আধুনিক স্মার্ট বাংলাদেশ রেখে যেতে চাই। আসুন আজ থেকে আমরা শপথ গ্রহণ করি, আমরা সবাই মিলে শব্দদূষণ রোধ করব। শব্দদূষণ আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর।
গতকাল রবিবার সকালে রাজধানীর বাসাবো বৌদ্ধমন্দিরের সামনে শব্দদূষণ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত বিশেষ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আয়োজনে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর লায়ন চিত্তরঞ্জন দাশের তত্ত্বাবধানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘শব্দদূষণ বন্ধ করি, নীরব মিনিট পালন করি’ এই স্লোগানে গতকাল সকাল ১০টা থেকে ১০টা ১ মিনিট ঢাকা শহরের বিভিন্ন স্থান শব্দহীন ছিল।
সাবের হোসেন চৌধুরী বলেন, আমরা বিভিন্ন সময় আইন প্রণয়ন করি, জরিমানার কথা বলি, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছাড়া আমাদের কোনো কর্মসূচি বা পরিকল্পনা সফল হবে না। আমরা মানুষকে সচেতন করতে চাই। অযথা হর্ন বাজানো বন্ধ করতে হবে। আমরা প্রতিদিন যদি হর্নের শব্দ না শুনতে পেতাম তাহলে আমাদের জীবনটা আরো কত সুন্দর হতো।
প্রধানমন্ত্রীর বিশেষ দূত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে অনেক উন্নয়ন হয়েছে। আমরা তিনটি দূষণের কথা জানি। এগুলো হলো- শব্দ দূষণ, বায়ু দূষণ, পানি দূষণ। এগুলো এখন আমাদের জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ। তবে আমরা ইতোমধ্যে ঢাকার বায়ুকে পরিষ্কার করার জন্য দূষণের উৎসগুলো শনাক্ত করেছি।
অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) ড. ফাহমিদা খানম, উপ-সচিব (জলবায়ু পরিবর্তন) ধরিত্রী কুমার সরকার, মুগদা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাহার প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন দপ্তর এবং সংস্থার কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজের স্কাউট সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারী, ট্রাফিক পুলিশসহ সবাই ব্যানার, ফেস্টুন নিয়ে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়