সৌদি ভিসা প্রসেসিং কেন্দ্র : ফিঙ্গারপ্রিন্ট দিতে না পারায় বিক্ষোভ

আগের সংবাদ

অস্থিরতার মূলে ডলার সংকট : ডলার মিলছে না ব্যাংক কিংবা খোলাবাজারে, দামে লাগাম টানতে চায় কেন্দ্রীয় ব্যাংক

পরের সংবাদ

বর্জ্য ব্যবস্থাপনা ও জৈব সার উৎপাদন কেন্দ্র উদ্বোধন

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : কাপাসিয়া সাফাইশ্রী এলাকয় বর্জ্য ব্যবস্থাপনা ও জৈব সার উৎপাদন কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি আনুষ্ঠানিকভাবে এই কেন্দ্র উদ্বোধন করেন। সিমিন হোসেন রিমি বলেন, অনেক দিনের স্বপ্ন বাস্তাবয়ন হয়েছে। সরকার শুধু কৃষি সারের জন্য গত বছর শুধু ভর্তুকি দিয়েছে ২৮ হাজার কোটি টাকা। মহিলা কর্নারের পাশে কাপাসিয়াতে বিশাল ময়লার স্তুপ থেকে প্লাস্টিককে আলাদা করে এবং ওখানে পঁচনশীল যা আছে সেটা মাটির সঙ্গে মিশে আছে সেগুলো যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে ময়লারও একটা ব্যবস্থাপনা হলো এবং মাটির যে শক্তি সেটা আবার মাটির কাছে ফিরিয়ে দেয়া হলো। জৈব সার প্রস্তুতকারী প্রতিষ্ঠান শ্যামল বাংলা কৃষি ফার্ম লি. জানায়, এই সার বালি মাটিকে দ্রুত কাদামাটিতে রুপান্তরিত করে এবং মাটির খাদ্য উৎপাদনকে উদ্ভিদের গ্রহণোপযোগী করে তোলে। এই জন্য বালি ও কাঁকরযুক্ত মাটির জন্য এটা আদর্শ সার। এটা ধান, আলু, আখ, আম লিচু, কাঁঠাল, শসা, করলা, ঢেড়স, চিচিঙাসহ বিভিন্ন ফসলি জমিতে প্রয়োগ করা যেতে পারে। প্রধানমন্ত্রী কার্যালয়ের এনডিসি সিনিয়র সচিব (অব) সুরাইয়া বেগম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অব) মাহফুজুল কাদের, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান, ইউএনও এ কে এম গোলাম মোর্শেদ খান, উপজেলা আ.লীগের সভাপতি অ্যাডভোকেট মাযহারুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়