আসন্ন নির্বাচনে ইসির বরাদ্দ ১ হাজার ৪৪৫ কোটি টাকা : সরঞ্জাম কেনাকাটায় ৮০ শতাংশ অগ্রগতি

আগের সংবাদ

রক্তাক্ত গাজায় ‘যুদ্ধ পরিস্থিতি’ : হামাসের রকেট হামলায় নিহত ৪০ ইসরায়েলি, পাল্টা হামলায় নিহত ১৯৮ ফিলিস্তিনি

পরের সংবাদ

মেয়েদের পর এবার ছেলেদের পালা

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : এশিয়ান গেমস টি-২০ তে কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার বিপক্ষে অলরাউন্ডার আফিফ হোসেনের শেষ ওভারে দুর্দান্ত বোলিংয়ে মাত্র ২ রানে জিতেছিল বাংলাদেশ দল। এবার প্রথম সেমিফাইনালে কঠিন উইকেট আর শক্তিশালী প্রতিপক্ষ ভারতের সামনে মুখ থুবড়ে পড়ে বাংলাদেশ। ফলাফল ভারতের কাছে ৯ উইকেটের হার। আগে ব্যাট করে বাংলাদেশের করা ৯ উইকেটে ৯৬ রান ভারত টপকে গেছে ৬৪ বল হাতে রেখেই। এতেই এশিয়াকাপে স্বর্ণ জয়ের স্বপ্ন থেকে ছিটকে পড়ল বাংলাদেশ। এখন দলের টার্গেট ব্রোঞ্জ।
স্বর্ণ জয়ের লক্ষ্য নিয়ে চীনে যাওয়া আধিনায়ক সাইফ হাসানের দলকে এখন খেলতে হবে ব্রোঞ্জের জন্য। দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তান হারে আফগানিস্তানের বিপক্ষে।
এই ম্যাচে হেরে যাওয়া পাকিস্তানের সঙ্গে ব্রোঞ্জ জয়ের লক্ষ্যে তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ সকাল ৭টায়।
কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার বিপক্ষে ইনিংসের প্রথম ৩ ওভারে ৩ রান তুলতেই বাংলাদেশ হারিয়েছিল ৩ উইকেট। এই ম্যাচেও শুরু থেকেই উইকেটের পতন ঘটতে থাকে বাংলাদেশের। পাওয়ারপ্লেতে মাত্র ২১ রান তুলতে হারায় ৩ উইকেট। এরপর আফিফ ও পারভেজ হোসেন ইমন বাংলাদেশকে টেনে তোলার চেষ্টা করেন। তবে ভারতীয় স্পিনারদের সামনে সেই কাজটা করতে পারেনি তারা। ৩২ বলে ২৩ রান করে ফেরেন ওপেনার পারভেজ হোসেন ইমন। তিলক বার্মার স্কিড করা বলে বড় শট খেলতে গিয়ে এক্সট্রা কাভারে ক্যাচ দেন এই বাহাতি এই ওপেনার। জাকের আলী করেন ২৯ বলে ২৪ রান। আফিফও ফিরেছেন বড় শট খেলতে গিয়েই। সাই কিশোরের স্পিনে থার্ডম্যানে ধরা পড়েন তিনি। ১৫ বল খেলে আফিফ করতে পারেন মাত্র ৭ রান। বাংলাদেশের স্কোরকার্ডটা মূলত ১০০ রানের কাছাকাছি পৌঁছেছে জাকের আলীর ২৯ বলে ২৪ রানের ইনিংসে। আর তাকে এই কাজে সঙ্গ দিয়েছেন ৬ বলে ১৪ রান করা স্পিনার রাকিবুল হাসান। এই ম্যাচেও স্পিন বোলিং ভুগিয়েছে বাংলাদেশকে। ভারতের স্পিনাররা সবাই মিলে নিয়েছেন ৮ উইকেট। কঠিন উইকেট, তাই বলে ভারতের বিপক্ষে ৯৬ রান যে যথেষ্ট হবে না, সেটা প্রথম ইনিংস পরই বোঝা গিয়েছিল। ৯৬ রানের জবাবে শূন্য রানে যশস্বী জায়েসওয়াল ফিরলেও বাংলাদেশের এই সংগ্রহ হেসেখেলেই পার করেছেন তিলক ভার্মা ও রুতুরাজ গায়কোয়াদ। তিলক বার্মা পেয়েছেন ফিফটি। দুজনের জুটি থেকে এসেছে ৫২ বলে ৯৭ রান। তাতেই মাত্র ৯.২ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। তিলক ভার্মা করেন অপরাজিত ২৬ বলে ৫৫ রান। আর রুতুরাজ গায়কোয়াদ অপরাজিত ছিলেন ২৬ বলে ৪০ রান করে। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে আফগানিস্তান। আজ ফাইনালে দুপুর ১২টায় ভারত মুখোমুুখি হবে আফগানিস্তানের।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়