আসন্ন নির্বাচনে ইসির বরাদ্দ ১ হাজার ৪৪৫ কোটি টাকা : সরঞ্জাম কেনাকাটায় ৮০ শতাংশ অগ্রগতি

আগের সংবাদ

রক্তাক্ত গাজায় ‘যুদ্ধ পরিস্থিতি’ : হামাসের রকেট হামলায় নিহত ৪০ ইসরায়েলি, পাল্টা হামলায় নিহত ১৯৮ ফিলিস্তিনি

পরের সংবাদ

জ্বরে আক্রান্ত শুভমান গিল

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : এবারের ভারত বিশ্বকাপ আসরে সর্বোচ্চ রান সংগ্রাহককে হবেন এ নিয়ে আলোচনা চলছে বহুদিন ধরেই। দুর্দান্ত ফর্মে থাকা ভারতীয় ওপেনার শুভমন গিলকে নিয়ে বাজি ধরার মানুষ নেহাত কম নয়। কিন্তু তরুণ এ ব্যাটার রীতিমতো দুঃসংবাদ দিলেন ভারতীয় দলকে। জ¦রে আক্রান্ত হয়ে বর্তমানে শয্যাশায়ী এ ব্যাটার। শঙ্কা করা হচ্ছে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তিনি। জ¦রের কারণে রবিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে অনিশ্চিত গিল।
রবিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ অভিষেক হয়ে যেত ভারতের ২৪ বছর বয়সি ওপেনার শুভমান গিলের। তবে, জ¦রে আক্রান্ত হওয়ার প্রথম ম্যাচে অনিশ্চিত তিনি। জ¦রের কারণে ভারতের অনুশীলনের সময় তাকে দেখা যায়নি গিলকে। গিলের বিষয় নিয়ে ভারতের কোচ আশ্বস্ত করেছে ভক্তদের, ‘শুক্রবার গিলের শারিরীক অবস্থার উন্নতি হয়েছে। টিমের মেডিকেল টিম নিয়মিত তার পর্যবেক্ষণ করছে। এখনো ৩৬ ঘণ্টা সময় আছে। মেডিকেল টিমের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে সবকিছু।’
চলতি বছর ওয়ানডেতে সবচেয়ে বেশি রান সংগ্রহকারী তারকা শুভমান গিল। এ বছর ৭২.৩৫ গড়ে মোট ১২৩০ রান করেছেন তিনি। শেষ চারটি ওয়ানডের দুটিতে তিনি হাঁকিয়েছেন সেঞ্চুরি আর একটিতে করেছেন হাফসেঞ্চুরি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়