জন্মদিনের শুভেচ্ছাপত্র

আগের সংবাদ

অদ্ভুদ আবাস!

পরের সংবাদ

মজা নিলেন ঋতাভরী

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

ওয়েব সিরিজে আসতে চলেছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। পছন্দের চরিত্রটি নিয়ে তার নানা কথা শুনলেন দেবলীনা ঘোষ। কিছুদিন আগে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি মা হতে চলেছেন। সঙ্গে সঙ্গে তা নিয়ে হুলস্থূল পড়ে যায়। তিনি কবে বিয়ে করলেন? কাকে বিয়ে করলেন? কবে প্রেগন্যান্ট হলেন? একের পর এক এক প্রশ্নবাণে ভরে যায় অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার কমেন্ট সেকশন। পরে জানা যায় এটা তার নতুন সিরিজ ‘নন্দিনী’র প্রমোশনের অংশ। কেমন লাগল অনুরাগীদের প্রতিক্রিয়া দেখে? ‘আমার খুব মজা লেগেছে। সেদিন কারো ফোন ধরিনি। মাকেও (শতরূপা সান্যাল) বলেছিলাম কারো ফোন না ধরতে। আমি আমার সব আপডেট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি। সেখানে বিয়ে করলে পোস্ট করব না? এটা সম্ভব? আমার অনেক অনুরাগীই বুঝতে পেরেছিলেন। এটা যে কোনো প্রোজেক্টের প্রমোশন সেটা উল্লেখও করেন তারা। পরদিন আমি যখন আমি সিরিজের কথা জানাই অনেকেই লেখেন, ‘শান্তি পেলাম’, ‘এবার নিশ্চিন্তে ঘুমাব’। পুরুষদের এই হাহাকার দেখে আরো মজা পেয়েছি’, হাসতে হাসতে বললেন ঋতাভরী। ‘নন্দিনী’ সিরিজটি পরিচালনা করেছেন মীর ফলক। মীরের সঙ্গে এর আগে বিজ্ঞাপনের কাজ করেছেন তিনি। অরিত্র মুখোপাধ্যায়ের সঙ্গে যখন ‘ব্রহ্মা জানেন গোপন কম্মোটি’ করেছিলেন তিনি নবাগত ছিলেন। নতুন পরিচালকদের সঙ্গে কাজ করার সময়ে কোনো টেনশন কাজ করে কি? জবাবে অভিনেত্রী বলছেন, ‘একেবারেই না। আমি চরিত্রটা নিয়ে ভাবি। এ রকম চিন্তা থাকলে তো ‘ব্রহ্মা জানেন…’ও করতাম না। কিন্তু সাহস নিয়ে করেছিলাম বলেই ছবিটা এত চর্চিত হয়। মীর যখন গল্পটা আমাকে পাঠান, পড়েই ভালো লেগে যায়। সায়ন্তনী পূততুন্ডর গল্পটা আমার আগে পড়া ছিল না। গর্ভের সন্তান ফোন করে নানা বিপদের কথা জানায় তার হবু মাকে। বারবার তাকে বাঁচায় নানা সমস্যা থেকে। সে কে? কীভাবে ফোন করছে, তার কোনো হদিস পাওয়া যায় না। এটা একেবারে টানটান একটা থ্রিলার। এর বেশি গল্প বলতে পারব না। তবে স্নিগ্ধার চরিত্রটা আমার পড়েই পছন্দ হয়ে গিয়েছিল।’ প্রেগন্যান্সির ন’টা মাসকে ঘিরে তৈরি হয়েছে ন’ পর্বের এই সিরিজ। সোশ্যাল মেসেজের পাশাপাশি একটা ড্রামাও আছে পুরো সিরিজটা জুড়ে, মত অভিনেত্রীর। ‘মীরের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভালো। এই প্রযোজনা সংস্থার সঙ্গেও এটা আমার প্রথম কাজ। সেই অভিজ্ঞতাও ভালো। প্রেগন্যান্ট মহিলার চরিত্রে অভিনয় করা সহজ নয়। এই সময়ে ফিজিক্যালি, মেন্টালি অনেক পরিবর্তন হয়। আমার তো আর বাস্তব অভিজ্ঞতা নেই! তাই পড়ে বা জেনে নিয়ে ওই হাঁপিয়ে যাওয়া, হাঁটা বদলে ফেলা, বসা বদলে ফেলাটা বেশ চ্যালেঞ্জিং মনে হয়েছিল আমার। আমি চেষ্টা করেছি। আশা করি দর্শকদের ভালো লাগবে’, বলছেন অভিনেত্রী। পূজায় এতগুলো বাংলা ছবি মুক্তি পাচ্ছে। সেই ভিড়ে ‘নন্দিনী’ জায়গা করে নিতে পারবে কি? ঋতাভরীর বক্তব্য, ‘যে ছবিগুলো মুক্তি পাচ্ছে, আমি চাই প্রত্যেকটা ভালো ব্যবসা করুক। আমার সিরিজটা দেখার জন্য আলাদা করে লাইন দিয়ে টিকেট কাটতে হবে না। ঠাকুর দেখে, খেয়ে, পূজার নতুন ফিল্মগুলো দেখে যখন বাড়িতে ফিরে সবাই বিশ্রাম নেবেন তখন দেখুন এই সিরিজ। পুরো পরিবারের সঙ্গে বসে দেখতে পারবেন। তাই বিনোদনও থাকল আবার পরিবারের সঙ্গে সময় কাটানোও হলো।’ ঋতাভরী ভরসা রাখেন তার অনুরাগীদের ওপর। তার মতে এ রকম লয়াল ভক্ত পাওয়া ভাগ্যের ব্যাপার। তাদের জন্যই এত ওঠাপড়ার পরও অভিনেত্রীর জনপ্রিয়তা এতটুকু কমেনি। এই সিরিজও যে তারা দেখবেন এ বিষয়ে নিশ্চিত নায়িকা।

:: মেলা ডেস্ক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়